পাতা:গল্পাঞ্জলি.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতৃহীন X»ዓ কোট করিয়া বলিল,—সাতটার পূৰ্ব্বেই যখন বৃষ্টি আরম্ভ হইয়াছে, এগারোটার মধ্যে নিশ্চয়ই বন্ধ হইবে। কিন্তু এগারোটা বাজিবামাত্র, ল্যাণ্ডলেডির ভবিষ্যদ্বাণীর যেন প্রতিবাদ করিবার জন্তই, বৃষ্টি প্রবলতর ভাবে আরম্ভ হইল। বারোটা বাজিল, তখনও তদ্রুপ। অন্ত সময় হইলে এমন দিনে আমি বাহির হইতাম না । কিন্তু আজ প্রথম রসগ্রাহী ব্যক্তি আমার প্রথম রচনা শ্রবণ করিবার জন্ত আগ্ৰহান্বিত। আজ কি আমি থাকিতে পারি? ক্যাব ডাকাইয়া, মিস ক্যাম্বেলের উদ্দেশে যাত্রা করিলাম । Statt- GfT fsfo fot-A–“How very sweet of you to come in this weather : c5fafa si ctg xx fsfsni গিয়াছে ?” আমি বলিলাম—“বেশী ভিজে নাই। আমি ত বৃটিশ মিউজিয়মে যাই নাই। বাস হইতে ক্যাবে আসিয়াছি। তবে উঠিবার নামিবার जबध्न ठाझा डिछिब्रां ॐांकिट्य् ॥* আমার কথায় তাহার বিশ্বাস হইল না। ঝুঁকিয়া, আমার জুতা দেখিয়া বলিলেন—“এই যে বেশ ভিজিয়াছে। খুলিয়া ফেল,খুলিয়া ফেল ।” একজন মহিলার সম্মুখে জুতা খুলিয়া ফেলিবার প্রস্তাব মাত্রে আমি শিহরিয়া উঠিলাম। তিনি আমার ভাব দেখিয়া বলিলেন—“Silly boy ! তুমি এমন horrified হইতেছ কেন ? সকল নিয়মেরই ব্যতিক্রম আছে। খুলিয়া ফেল, নহিলে শক্ত ব্যারামে পড়িবে।” আমি অপরাধীর মত বলিলাম—“বেশী ত ভিজে নাই। বরং আগুনের কাছে পা রাখিয়া বসিয়া থাকি, জুতা শুকাইয়া যাইবে এখন।” তিনি বলিলেন—“খুব ভিজিয়াছে। তবে জল এখনও তোমার “মোজায় পৌছে নাই, মোজাও ভিজিয়া গেলে সৰ্ব্বনাশ হইবে। জুতা