পাতা:গল্পাঞ্জলি.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতৃহীন ১৬৯

  • ৰলিব । ড্রয়িং-রুমে চল, সেইখানে বলিব । এ ঘরটা শীঘ্র অন্ধ

কার হইয়া যায় ।” আমরা ভূয়িং-রুমে প্রবেশ করিয়া দেখিলাম কুওস্থিত অগ্নি নির্বাপিত প্রায় । চারিদিকের বায়ুপথরোধী সার্সি বন্ধ রহিয়াছে, তথাপি কনকনে শীত। দাসী আসিয়া কুণ্ডে প্রচুর পরিমাণে কয়লা নিক্ষেপ করিয়া, পোকার দিয়া খুব খোচাইয় দিল। অগ্নিদেব তখন আবার নবোস্তমে জ্বলিতে লাগিলেন । মিস ক্যাম্বেল র্তাহার পশমের শালখানি গায়ে বেশ করিয়া জড়াইয়া লইয়। বলিতে আরম্ভ করিলেন— এই লগুনের অনতিদূরে একটি সহরতলীতে—তোমার নাটকে উহ হামারস্মিথ বা রিচ মণ্ড বলিয়া লিখিতে পার—একটি মধ্যবিত্ত গৃহস্থ বাস করিতেন। র্তাহাদের একটি পুত্র এবং দুইটি কন্যা ছিল । পুত্রটি একবিংশতি বর্ষীয় —তাহার নাম কি রাখিবে ? জর্জ—না হয় ফেড়িক । ফেড়িকের অাদরের নাম ফেড, বেশ শুনাইবে । কস্ত দুইটির মধ্যে বড়টির নাম মনে কর এলিজাবেথ বা লিজি। এইটি তোমার নায়িকা । নামটা বড় সেকেলে—তোমার বুঝি পছন্দ হইল না ? তবে তাহাকে মড, কিম্বা গ্ল্যাডিস বলিতে পার। মডের বয়স তখন উনবিংশতিবর্ষ। কনিষ্ঠা ক্যাথারিন, মড অপেক্ষ দুই বৎসরের ছোট । লেখাপড়ার দিকেই বড় মেয়েটির বেশী ঝোক ছিল। সে ফরাসী, জাৰ্ম্মাণ ও ইতালীয় ভাষা আয়ত্ত করিয়া ফেলিয়াছিল, ভিক্টর হিউগো, গইটে এবং ডান্টের মূলগ্রন্থ পাঠ করিতে পারিক্ত। গ্রীকও শিখিতেছিল। ইতিমধ্যে কেমব্রিজ হইতে ফুেড তার মাকে পত্র লিখিল, সেখানে একটি অনুসরক্ষম তাহার সহপাঠী বন্ধু আছে, ইচ্ছ, ছুটির দেড়মাস তাহাকে বাড়ীত্তে আনিয়া রাখে। ১মাতা আহলাদের