পাতা:গল্পাঞ্জলি.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ዓመ গল্পাঞ্জলি সহিত সন্মতি দিলেন। ফেড লিখিল, অমুক তারিখে আমরা পৌছিবg

  • মড, কিন্তু এ সংবাদে বড়ই চিন্তিত হইয়া পড়িল । পিতামাতাকে বলিল, ভারতবর্ষীয় লোকের সঙ্গে এক বাড়ীতে কেমন করিয়া থাকিব ? র্তাহারা কত বুঝাইলেন কিন্তু কিছুতেই মডের শঙ্কা দূর হইল না। ফ্রেড, বন্ধুসহ যে দিন পৌছিবে, তার পূর্বদিন মড পলাইয়া লগুনে তাহার মাসীর বাড়ীতে গিয়া আশ্রয় লইল ।

“ছই তিন দিন পরে, ফেড, ও তাহার বন্ধুকে সঙ্গে লইয়া, মাতা মড কে আনিতে গেলেন। মড, যখন দেখিল, ভারতবর্ষীর লোকটির মাথায় পালকের টুপি নাই, মুখে রঙ মাথে না, হাতে তীর ধন্থক নাই, ভালুকের চামড় পরে না—তখন সে আশ্বস্ত হইয়া বাড়ী আসিল । “ক্রমে মড আবিষ্কার করিল—তিনি—” আমি বাধা দিয়া বলিলাম,—“নায়কের নামটি কি রাখিব ?” মিস ক্যাম্বেল বলিলেন—“তিনি বাঙ্গালী । বাঙ্গালীদের কি নাম হয় আমার চেয়ে তুমিই ত ভাল জান। যাহোক একটা নাম রাখিয়া দিও।” অাবি ভাবিয়া বলিলাম—“চারুচন্দ্র দত্ত ।” “বেশ হইবে। ক্রমে মণ্ড, জানিল, চারু সংস্কৃত ভাষায় ব্যুৎপন্ন। তখন সে মাকে ধরিয়া বসিল, আমি সংস্কৃত শিখিব। চারু শুনিয়া বলিল— “বেশ ত । আমারও ফরাসী ভাষা শিক্ষার অত্যন্ত ইচ্ছা । আপনি আমায় ফরাসী পড়াইবেন আমি আপনাকে সংস্কৃত পাঠ দিব।" “এইরূপে উভয়ে উভয়ের শিষ্যত্ব গ্রহণ করিল। তখন মে মাস । আকাশ পরিষ্কার নীল। বাড়ীর পশ্চাতের বাগানটি বটারকপ, প্রিস্রোজ ও ডেজিতুলে ভরিয়া গিয়াছিল। বাগানের মাঝখানে একটি ।