পাতা:গল্পাঞ্জলি.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ye গল্পাঞ্জলি মুখোপাধ্যায় নরম হইলেন। ৰলিলেন—“ভায়ার, বস।”—বলিয়া সন্মুখস্থ আর একখানি ৰেঞ্চি দেখাইয় দিলেন। উভয়ে উপবেশন করিলে —“পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়। অথচ না গেলে, তাহা মনে ভারি দুঃখিত হবে । তোমরা যাচ্ছ ?” নগেন্দ্র বাৰু বলিলেন—“বাবার ত খুবই ইচ্ছে—কিন্তু অত দূর যাওয়া ত সোজা নয় । ঘোড়ার গাড়ীর পথ নেই । গোরুর গাড়ী করে যেতে হলে, যেতে ছুদিন, আসতে দুদিন । পান্ধী করে যাওয়া সেও যোগাড় হওয়া মুস্কিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুয্যে মশায়কে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান, নিশ্চয়ই রাজবাড়ী থেকে একটা হাতী টাতী আনিয়ে নেবেন এখন, আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতীতে দিব্যি আরামে যেতে পারব।” মোক্তার মহাশয় স্মিতমুখে বলিলেন—“এই কথা ? তার জন্তে আর ভাবনা কি ভাই ?—মহারাজ নরেশচন্দ্র ত আমার মাজকের মক্কেল ননওঁর বাপের আমল থেকে আমি ওঁদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়ীতে চিঠি লিখে পাঠাচ্ছি—সন্ধে নাগাদ হাতী এসে যাবে এখন P কুঞ্জবাৰু বলিলেন—“দেখলে হে ডাক্তার, আমি ত বলেইছিলাম— অত ভাবছ কেন,—মুখুয্যে মশায়ের কাছে গেলেই একটা উপায় হয়ে স্বাবে । তা মুখুয্যে মশায়, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে। না গেলে ছাড়ছিনে।”. “যাব বৈ কি ভায়া—জামিও যাব। তবে আমার ত বাই খেমটা শোনবার বয়স নেই—তোমরা গুনো। আমি মাথায় এক পগ্ৰগ বেঁধে, একটি খেলো ছকে হাতে করে, লোকজনের অভ্যর্থনা করৰ, কে খেলে কে না খেলে দেখব—“তদারক করে বেড়াব। আর তোমরা বসে গুনৰে— •