পাতা:গল্পাঞ্জলি.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদরিণী డిసి) হস্তীভাড়ার বিজ্ঞাপন বিবাহের শোভাযাত্রা, দূরদূরান্তে গমনাগমন প্রভৃতি কাৰ্য্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে । ভাড়৷ প্রতিরোজ ৩ মাত্র, হস্তিনীর খোরাকী ১২ এবং মাহতের খোরাকী • একুলে ৪॥৪ ধার্য্য হইয়াছে। যাহার আবগুক হইবে, নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন । শ্ৰীজয়রাম মুখোপাধ্যায় ( মোক্তার ) চৌধুরীপাড়া । এই বিজ্ঞাপনটি ছাপাইয়া, সহরের প্রত্যেক ল্যাম্পপোষ্ট্রে, পৰিপাশ্বস্থ বৃক্ষকাণ্ডে, এবং অন্তান্ত প্রকাগু স্থানে অ্যাটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে, মাঝে মাঝে লোকে হস্তী ভাড়া লইতে লাগিল বটে—কিন্তু তাহাতে মাসে ১৫/২০ টাকার বেশী আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্ত ডাক্তারখরচ, ঔষধ-পথ্যাদির খরচ, প্রতিদিন ৫-৭ টাকার কমে নিৰ্ব্বাহ হয় না । মাসখানেক পরে বালকটি কথঞ্চিৎ আরোগ্যলাভ করিল। মেঝবধূ, ছোটবধূ, উভয়েই অস্তঃসত্বা । কয়েক মাস পরেই আর দুইটি জীবের অন্নসংস্থান করিতে হইবে। এ দিকে জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণী দ্বাদশবর্ষে পদার্পণ করিয়াছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানাস্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে কিন্তু ঘর-বর মনের মত হয় না । যদি ঘর-বর মনের মত হইল, সবে তাঁহাদের খাই শুনিয়া চক্ষুস্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে