পাতা:গল্পাঞ্জলি.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు:సిఫి গল্পাঞ্জলি একেবারে নির্লিপ্ত। সে নেশাভাঙ করিয়া, তাস পাশা খেলিয়া, ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায়, এই যাট বৎসরের বুড়ারই ঘাড়ে । অৰশেষে এক স্থানে বিবাহ স্থির হইল । পত্রিটি রাজসাহী কলেজে এল, এ, পড়িতেছে—খাইবার পরিবার সংস্থানও আছে। তাহারা দুষ্ট হাজার টাকা চাঙ্গে—নিজেদের খরচ পাচ শত—আড়াই হাজার টাকা হইলেই বিবাহটি হয় । কোম্পানির কাগজের বাণ্ডিল দিন দিন যেরূপ ক্ষীণ হইতেছে—তাঙ্গ হইতে আবার আড়াই হাজার বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাড়াইল । আর, শুধু ত এই একটি নহে—আরও নাতিনীরা রহিয়াছে। তাহাদের বেলায় কি উপায় হইবে ? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া, মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বি, এ পরীক্ষা দিয়াছিল, সেও ফেল হইয়াছে। বন্ধুগণ বলিতে লাগিলেন—“মুখুয্যে মশায়, হাতীটিকে বিক্রী করে ফেলুন—করে নাতিনীর বিবাহ দিন। কি করবেন, বলুন। অবস্থা বুঝে ত কায করতে চয় । আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন।” মুখোপাধ্যায় আর কোনও উত্তর দেন না। মাটীর পানে চাহিয়া স্নানমুখে বসিয়া কেবল চিস্ত করেন, এবং মাঝে মাঝে দীর্ঘনিঃশ্বাস ফেলেন। চৈত্রসংক্রাস্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয় । সেখানে বিস্তর গোরু বাছুর ঘোড়া হাতী উট বিক্রয়ার্থ আসে । বন্ধুগণ বলিলেন—“হাতীটিকে মেলায় পাঠিয়ে দিন, ৰিক্ৰী হয় বাবে এখন । দুই হাজারে কিনেছিলেন, এখন হাতী বড় হয়েছে—তিন হাজার টাকা অনয়াসে পেতে পারবেন।”