পাতা:গল্পাঞ্জলি.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"ర్చి গল্পাঞ্জলি আমি জীবনে কখনও ভুলব না । অনুমতি করেন যদি, আমি ওবেল আবার এসে আপনার সঙ্গে দেখা করব—” বাবুট একটু গুঃখিত স্বরে বলিলেন—“শুধুমুখে যাবেন ? একটু কিছু জলটল খেয়ে যান ।” নলিনী বলিল—“যদি অপরাধ না নেন, একটা কথা জিজ্ঞাসা করি।” “কি, বলুন ।” “আপনার নামটি কি, আর কেনই বা আমার জন্তে আপনি অঙ্গ এত কষ্ট স্বীকার করলেন ?” ৰাবুটি হা হা করিয়া হাসিয়া বলিলেন—“একটা কথা কি মশাই ? এ যে ছুটো কথা হয়ে গেল ।” ভূত্য রূপার আলবোলায় তামাক আনিয়া দিল। দুই চার গন টানিয়া, নলটি নলিনীর হাতে দিয়া বাবু বলিলেন—“খান ।” নলিনী ধূমপান আরম্ভ করিল। বাবুটি বলিলেন—“আমার নাম শ্ৰীভুবনেশ্বর রায় । বাড়ী রাজসাহী জেলায়।” “রাজসাহী জেলার কোথায় ?” “বন্দীপুর গ্রামে ।” নলিনী ঔৎসুক্যের সহিত জিজ্ঞাসা করিল—“আপনিই কি বন্দীপুরের বিখ্যাত জমিদার ভুবনেশ্বর বাবু ?” H_ ভুবনবাবু হাসিয়া বলিলেন—“খ্যাতি ট্যাতি কিছু নেই। আমি সামান্য লোক ৷” ব্রাহ্মণঠাকুর নলিনীর জন্ত সরবৎ ও রেকাৰীতে কিছু মিষ্টান্ন আনিয়া টেবিলের উপর রাখিল । পিপাসায় নলিনীর কণ্ঠ শুকাইয়া গিয়াছিল, সরবৎটুকু পান করিয়া তাহার দেহে যেন প্রাণ ফিরিয়া আসিল । একটি