পাতা:গল্পাঞ্জলি.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু 8 S. পাব ? আচ্ছ। আমি লোকজনকে জিজ্ঞাসা করে দেখি —তিন চার বর গিয়ে মেঝ বাবুকে জিজ্ঞাসা করলাম, বাবু কোনও খবর পেলে ? বল্ল—না ঝি, কোনও খবরই পাইনি। সেই কথা এসে বউমাকে বল্লাম— পষ্টমা ত আবার কান্না আরম্ভ করলে ! বলে আমি বিষ খাব— ক্ষামি গলার দড়ি দেব—- বাপ দিয়া হেমাঙ্গিনী বলিল—“হাঃ—তুই আর জ্বালাসনে ঝি । যা, - গ গির উকুনটা ধরিয়ে দিগে । রান্ন চড়াই ।” ঝি বলিল—“যাচ্ছি মা, যাচ্ছি। তার পর জান বাবু, আজকে সকালে ৮:র সময় মুড়ি মুড়কি কিনে এনে খোকাখুকীকে খাইয়ে, বউমাকে বল্লাম ৭ষ্টম, দ্য আনার পয়সা দাও, বাজার থেকে চুণো মাছ কিনে আনি, লছের ঝোল ভাত রোধে থোকা খুকীকে থা গুয়াও, দুদিন খাওনি, তুমি ও পশন থাও । বউমার চোখ দিয়ে টস টস করে জল পড়তে লাগল— ক্লে-—ঝি, আমার মাছ খাওয়া ভগবান রেখেছেন কি না তা ত জানিনে । আমি বল্লাম চুপ কর চুপ কর, অমন অলক্ষণ কথা বলতে নেই, ঘেন্নায় মাপ ঘেন্নার মরি। তার পর পয়সা নিয়ে বাজারে গেলাম মাছ কিন্‌তে, মাস্ত নিয়ে ফিরছি, পথে দেখা হল মুখুযোদের ছেলে বিজয়ের সঙ্গে । এ জয় বল্লে—জান ঝি, তোমাদের বাবু পরশু একটা সাহেবকে খুব মার inয়ছে, বেদম মার! বলে পোডারমুখো ছেলে হা হা করে হাস্তে **ণ । আমি বল্লাম-ও বিজয়, আমাদের বাবু কোথা বিজয় ? বিজয় পল্ল-তোমাদের বাবুকে পুলিশে ধরে নিয়ে গেছে। জান ঝি, তোমাদের পপি, সাহেবটার নাকে এমন ঘুসি মেরেছিল যে তার নাক দিয়ে ঝর ঝর পরে রক্ত পৃড়েছে।—বলে আর পোড়ারমুখে ছেলে হা হা করে হাসে। মমি বল্লাম –ও বিজয় আমাদের বাবুকে ধরে নিয়ে গিয়ে কোথায় রেখেছে বিজয় ? সে বল্লে—ত কি জানি, আজ লালবাজার পুলিস আদালতে