পাতা:গল্পাঞ্জলি.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 গল্পাঞ্জলি এপ্রেন্টিন্‌ করে ঢুকিয়ে নিতে পারেন। কিন্তু মাইনে মোটে পচিশটি টাকা ।” 屿 শুনিয়া নলিনী বড় বিমর্ষ হইল । বলিল—“পচিশ টাকায় কি করে চলবে ?” “তাই ত বলছি । আজকাল চাকরির বাজার যা পড়েছে সে আর কহতব্য নয় ! তবে যোগীন বাবু বল্লেন—একবচ্ছর ঐ পচিশ টাকা লাইনেতে এপ্রেটিসি করে, আপনি যখন পাক হবেন, তখন আপনার মাইনে হবে পঞ্চাশ । বছরে পাচ টকা বেড়ে বেড়ে পাঁচ বছরে বে পচাত্তর । এইটিই ওদের সব চেয়ে নীচু গ্রেড–ফাষ্ট গ্রেড হচ্ছে তিনশো টাকা । আপিস খুবই ভাল—অনেক গভর্ণমেণ্ট আপিস চেয়ে ভাল । কিন্তু প্রথম বছরটা কিছু কষ্ট । আমি ত বলি আপনি চ,কে পড়ুন—আখেরে আপনার ভাল হবে ।” BBB BBBS BBB BBBS SBB BBBSBB BB BBB করলে, পচিশ টাকা মাইনেতে কোনও ক্রমে কুলোতে পারে ” “দৈনিক আপনার বাসাথলচ কত হলে নিৰ্ব্বাহ হতে পারে ?” “একটা টাকা প্রায় ।” *মাসে ত্রিশ টাকা ।” “ধোপা আছে, নাপিত আছে, কাপড়টা জামাটা আছে।” ভুবন বাবু একটু চিস্ত করিয়া বলিলেন—“ছেলে পড়াবেন ? যাদের, অল্প আয়; তারা অনেকেই প্রাইভেট, টিউশন করে সংসার চালায় ।” “পেলে করি ” “তবে এই বাড়ীতেই করতে পারেন । আমার ভাগনেটি এখানে থাকে, ইস্কুলে. পুড়ে । সকালবেল ইংরিজি পড়াবার, অঙ্ক কষাবার তার মাষ্টার অাছে। সন্ধোবেলায় তাকে বাঙ্গালা পড়বার জন্তে エ