পাতা:গল্পাঞ্জলি.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু 8ዓት নলিনী বলিল—“বেশ, তাই করব ।” “আপনার এক মাসের বাসাখরচ ত্রিশটি টাকা আমি আগাম না দিয়ে, রোজ একটি করে টাকা দেবার প্রস্তাব করেছি, এ থেকে আপনি বোধ হয় ভাবছেন, আপনাকে অবিশ্বাস করেই আগাম frচ্ছিনে ?” নলিনী ব্যগ্রস্বরে বলিল—“আমি এত অধম অকৃতজ্ঞ নই—তা মনে করিনি। আপনি আমার ভালর জন্তেই এ রকম বন্দোবস্ত করছেন তা আমি বুঝতে পেরেছি।” “আপনার অবস্থা চিরদিনই ভাল ছিল । এখনই আপনি এই সুরবস্থায় পড়েছেন । হাতে এক সঙ্গে টাকা পেলে বুঝে স্বঝে খরচ করা আপনার পক্ষে শক্ত হবে –শেলে ঋণে জড়িয়ে পড়বেন । সেইটি স্বতে এড়াতে পারেন, এমন বন্দোবস্ত হওয়া চাই । আপনি মনঃক্ষুণ্ণ হবেন না—হতাশ হবেন না । হিন্দুস্থানীরা বলে—ছোড়িও না হিন্মং বিসরি ও না হরিনাম।—হিন্মং বলে সাঙ্কসকে। ঈশ্বতটি রাখবেন,—আর ভগবানকে ভুলবেন না—আপনার ভাল হবে।” নলিনী তখন ভুবনেশ্বর বাবুকে নমস্কার করিয়া বিদায় গ্রহণ করিল। অষ্টম পরিচ্ছেদ ব্রাউন জোন্স কোম্পানীর আপিসের বড়বাৰু যোগীন্দ্রনাথ দত্ত জাতিতে কায়স্থ । লোকটির বয়স আটচল্লিশ বৎসর হইয়াছে, কিন্তু সার্ভিস বহি অনুসারে পয়তাল্লিশ মাত্র । র্তাহার বর্ণ উজ্জল শুাম ; দেহখানি কিঞ্চিৎ স্থল, মস্তকের সন্মুখভাগে টাক পড়িয়াছে, গোফগুলি