পাতা:গল্পাঞ্জলি.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু & X “কত ভাড়া ?” “পনেরো টাকা” “দ্য মাস পরে আপনার উপার্জন যেমন পাঁচটি টাকা বাড়বে, তেমনি খরচ ও পনেরোটি টাকা বেড়ে গেল।” “তা কি আর করা যাবে ! কায়ক্লেশে কোনও রকম করে দিনপাত ক স্থঃ ” গুইদিন পরে ভুবনেশ্বর বাৰু নিজের জমিদারীতে ফিরিয়া গেলেন । এ বরি তিনমাসের কম আর তাহার কলিকাতায় আসা হইবে না । নবম পরিচ্ছেদ ইহার কিছুদিন পরেই নলিনী লক্ষা করিল, বড়বাবু তাহার প্রতি পূন্ধের মত আর সদয় ব্যবহার করেন না । একটু ছুতা পাইলেই নলিনীকে কড়া কড়া শুনাইয়া দেন । নলিনীর কোনও কাষই তাহার পছন্দ হয় না । * নলিনীর কাষে সামান্ত একটু ভুলচক হইলেই বড়বাবু তাহাকে প্রকিয়া তিরস্কার করিয়া বলিতে লাগিলেন—“দেখ বাবু, এ রকম করলে কি? তোমার দ্বারায় এ আপিসের কায হবে না ।” এইরূপে খিটমিটি প্রতিদিনই বাড়িয়া চলিল । সোমবার দিন একজন সহকৰ্ম্মী বিনোদবাবু নলিনীকে আড়ালে উীকয়া লইয়া গিয়া বলিলেন—“আপনার প্রতি ৰডুবাবুর অসন্তোষের কারণটা টের পেয়েছি।”