পাতা:গল্পাঞ্জলি.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Փ Հ গল্পাঞ্জলি নলিনী বলিল—“কি বলুন দেখি ?" “আপনি বন্দীপুরের ভুবনেশ্বর বাবুকে চেনেন ?” “খুব চিনি।” “তিনি কবে এসেছিলেন ?” “এই সম্প্রতি এসেছিলেন। এক হগু হল ফিরে গেছেন।” “তিনি আমাদের বড়বাবুর একজন বন্ধু, তা জানেন ?” “জানিনে আবার ? তিনিই ত বড়বাবুকে ধরে আমার চকরি কলম্বে দিয়েছিলেন ।” “জানেন যদি, তবে এমন কায কেন করেন ?” নলিনী বিস্মিত হইয়া বলিল—“কি করেছি ?” “কি করেছেন ভেবে দেখুন । তার কাছে আপনি বড়বাবুর সম্বন্ধে কি বলেছিলেন—তাইতেই আগুন লেগে গেছে।” নলিনী অধিকতর বিস্মিত হইয়া বলিল—“আমি কি বলেছি ?” “আপনি নাকি বলেছেন বড়বাবু বদ্ধ মাতাল, ওষুধের মার্কামাব৷ শি'করে আপিসে ব্রাণ্ডি নিয়ে আসেন—ঘণ্টা ঘণ্টা সেই ব্রাণ্ডি খান ব - সন্ধেবেলায় ওঁর বাড়ীতে আমরা শনিবার করতে গিয়েছিলাম, উনি ঐ সক কথা বল্লেন * নলিনীর স্মরণ হুইল যে দিন সে ভুবনবাবুর বাড়ীতে নিমন্ত্রণ থাচ - গিয়াছিল, সে দিন ঔষধের শিশির কথা হইয়াছিল বটে। তবে সে বড় বাবুকে মাতালও বলে নাই, তাহার কোনরূপ নিন্দাও করে নাই । সেই কথা নলিনী বিনোদবাবুকে বলিল । বিনোদবাৰু বলিলেন—“ঐ ত ! মুখে মুখে কথা ৰেড়ে যায় কি না আচ্ছা, আমি বড়বাবুকে বুঝিয়ে বলব এখন। আপনার উচিত নলিনীবাণু, মঝে মাঝে ওঁর বাড়ীতে যাওয়া,ওঁর একটু খোসামোদ করা। দেখছেন না,