পাতা:গল্পাঞ্জলি.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু ¢ ጫ বোঝাতে আরম্ভ করলাম। অনেক বলতে কইতে শেষে বল্লেন—আচ্ছা ও দুদি কাল এসে আমাদের সঙ্গে দুই এক পাত্র মদ খায়, তা হলেই জানৰ লৈ ও নির্দোষী, আমাদের ঘৃণা করে না। তা হলে ও রিপোর্ট ছি ড়ে ফেলে জন্য রিপোর্ট লিখব। আমি অনেক করে বল্লাম, ২যখন খাবে না ওর প্রতিজ্ঞ, তখন ঐ নিয়ে কেন গরীবের অন্নটি মারছেন ? বড়বাবু বল্লেন— কন, ও খাবে না কেন ? আমি কি ওর হিষ্ট্রি জানিনে ? ভুবনের কাছেই ত শুনেছি । এক সময়ে পিপে পিপে পার করেছে আর এখন আমাদের অন্তরোপে একটি গেলাস খেতে পারে না ?—বড়বাবু একেবারে ধনুৰ্ভঙ্গ • করে বসেছেন ।” নলিনী মাথায় হাত দিয়া, নীরবে বসিয়া আপনার অদৃষ্ট চিন্তা করিতে লাগিল । বিনোদবাবু বলিতে লাগিলেন—“কি করবেন বলুন-চোখ কাণ বুজে খৰে ফেলুন। একবার প্রতিজ্ঞাভঙ্গ হলেই আপনি যে একেবারে জাঙ্গায়মে যাবেন তা নয়। আমি আপনাকে জিজ্ঞাসা না করেই বড়বাবুকে বলে এসেছি—আচ্ছ সে খাবে কিন্তু একটি দিন মাত্র। তাও সবাইকের সামনে নয়—আমরা এই তিন জনে থাকব । শুধু আপনার মান রক্ষণ করবার জন্তে । আপনি যে বলবেন ফি শনিবারে এসে আমাদের সঙ্গে পাবে, তা হবে না কিন্তু। বড়বাবু তাইতেই রাজি হয়েছেন। বলেছেন, কলিকে রিপোর্টখান চেপে রাখবেন-বড় সাহেবের কাছে পাঠাবেন না । কেমন নলিনী বাবু, আপনি রাজি ত ?” নলিনীর গলা শুকাইয়া গিয়াছিল,কষ্ট্রে বলিল—“কাল আপিসে বলব।” বিনোদবাবু বলিলেন—“হঁ্য বেশ করে ভেবে দেখুন। আপনিও এই ভঙ্গ পণ ছাড়ন। একদিন একটু মদ খেলেই যদি চাকরিট বজায় থাকে—তা হলে খাওয়াই উচিত। আর, আপনি ত ব্রাহ্মণের বিধবা নন