পাতা:গল্পাঞ্জলি.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলি। বন্ধু \سایا( BBB BB BBBS BB gggSggSS BBBB BBSBSS BB গেছে -বলেছিলে যে রবিবারে জুতো কিনে এনে দেব ? আজ ত পৰিবার (** নলিনী খোকাকে বুকে লইয়া বলিল—“আক্ত নয় বাবা, অন্ত এক লবিবারে কিনে এনে দেব ।” অভিমানের সুরে খোকা বলিল—“বখনই বলি, তপনষ্ট ত বল অন্ত এক রবিবারে ?” খুকী আসিয়া বলিল—“ম, পয়সা দাও না, মুড়ি কিনে আনি, ক্ষিধে পে প্ৰয়ছে ।” হেমাঙ্গিনী বলিল—“আজ আর মুড়ি খেওনা মা--সন্ধে হলেই 5 C3 c {" মেয়ে পয়সার জন্য অনেক বাহানা করিল, কিন্তু হেমাঙ্গিন আজ কিছুতেই পয়সা বাহির করিল না । এখন প্রত্যেক পয়সাটি তাহার কাছে মোহরের মত মহাৰ্ঘ্য হইয়া উঠিয়াছে। ঝি আসিয়: বলিল—“বউমা, বেলা ধে গেল । বাড়ার যেতে হবে কি ? আলু নেই।” হেমাঙ্গিনী বলিল—“থাক ঝি, আজ আর আল আনতে হবে না, বে শুন আছে, তাইতেই এবেল চলে যাবে এখন ।” নলিনী একটি দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিল—“হা ভগবান!” এমন সময়, নীচে সদর দরজা হইতে উচ্চ শব্দ আসিল—“বাৰু —এ নলিনী বাৰু।” কে ডাকে ? স্ত্রী পুরুষে উভয়ে জানালায় গিল্প দাড়াইল । দেখিল উদিপর একজন চাপরাশি, হস্তে পিয়ন-বুক, দ্বারে করাঘাত করিতেছে ।