পাতা:গল্পাঞ্জলি.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や8 *ोद्भवांछलि হেমাঙ্গিনী সভয়ে জিজ্ঞাসা করিল—“কে ?” “কে আবার । বিপিনের চাপরাশি—তাদেরই উর্দি। নোটস এসেছে।” কোনও মতে সিঁড়ি নামিয়া, দ্বার খুলিয়া, পিয়ন-বুকে সহি দিয়া, চিঠি লইয়া নলিনী উপরে আসিল । তাহার মুখ পাংগুবৰ্ণ ধারণ করিয়াছে, যে হাতে চিঠি ধবিয়া আছে সে হাত ঠক্ ঠক্‌ করিয়া কঁাপিতেছে । চিঠি হাতে করিয়া, নলিনী বিছানায় বসিল। বলিল—“হিমু, তুমি যে বলছিলে তার শরীরে দয়াময়া আছে, দেখ কেমন দয়ামায়া। কিছুদিন সময় দিয়েছে কি আজই উঠে যেতে বলেছে দেখি ”—বলিয়া নলিনী ধীরে ধীরে চিঠিখানি বাছির করিল। ভাজ খুলিয়া—একি ? চিঠির সঙ্গে গাথা একখানি চেক্‌ ! নলিনীর নামে চেকৃ—বারে হাজার তিনশো পঞ্চান্ন টাকার চেক্ । বিপিন বাবুর দস্তখত রহিয়াছে। নলিনী প্রথমে নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। তাহার মাথা বন বন্‌ করিয়া ঘুরিতে লাগিল। ধীরে ধীরে চক্ষু মুদ্রিত করিয়া বলিল—“হিমু, আমার মাথায় জল দাও।” হেমাঙ্গিনী অত্যন্ত ভীত হইয়া, ঘটি হইতে শীতল জল লইয়া অঞ্জলি অঞ্জলি করিয়া স্বামীর মাথায় দিতে লাগিল। বিছানা ভিজিয়া গেল। তাহার পর একখানি পাখা লইয়া ধীরে ধীরে বাতাস করিতে লাগিল । কয়েক মিনিট এইরূপে কাটিলে, নলিনী ধীরে ধীরে আবার চক্ষু খুলিল। বলিল—“ভেবন—ভাল খবর । ভগবান মুখ তুলে চেয়েছেন।” —বলিয়া চিঠি পড়িতে লাগিল ।