পাতা:গল্পাঞ্জলি.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wood গল্পাঞ্জলি আবার তুমি বাড়ীগুলি অন্যত্র বন্ধক দাও সেই জন্ত আমি সেগুলির কট্‌কবাল লিখাইয়া লইয়াছিলাম। পাচ বৎসর কাল নিয়ত আমি তোমার সকল কাৰ্য্য-কলাপ সম্বন্ধে গোপনে সংবাদ লইয়াছি । যখন দেখিলাম তোমার চরিত্র-সংশোধন হইল না, তখন আমি মনে মনে একটা উপায় স্থির করিলাম । অধঃপতনের অন্ধতম গহবরে পতিত হইয়াও তোমার হৃদয়ে একটিমাত্র আলোকরেখা অবশিষ্ট ছিল, তাঙ্গ স্ত্রী সস্তানের প্রতি তোমার মমতা । এইটি আমি লক্ষ্য করিয়াছিলাম । আমি ভাবিলাম, স্ত্রীসন্তানের অন্নবস্ত্রের ক্লেশ দেখিলে হয়ত তোমার সুমতি হইবে। তাই বাড়ীগুলি কাড়িয়া লইয়া, তোমায় কপৰ্দ্দকশূন্ত করিলাম । গভীর দারিদ্রোর মধ্যে তোমায় নিক্ষেপ করিলাম । পুলিসকোটে মোকদ্দমার বিষয় সংবাদপত্রে পাঠ করিয়া, আমিষ্ট ভূবনেশ্বরকে তোমার উদ্ধারার্থ পাঠাই । ভুবনেশ্বর আমার একজন প্রিয়বন্ধু । আমিই চেড়ক্লার্ক যোগীন্দ্রবাবুকে অনুরোধ করিয়া তোমার চাকরির বন্দোবস্ত করিয়ু রাখিয়াছিলাম । প্রথম প্রথম, প্রতিদিন একটি করিয়া টাকা তোমায় দেওয়ান, তাহাও আমার পরামশ । ছেলে পড়াইবার অছিলায় রাত্রি সাড়ে নয়ট পর্য্যন্ত তোমায় আবদ্ধ রাখা—সেও আমার পরামর্শ, কারণ রাত্রি নয়টার সময় মদের দোকান বন্ধ হইয়া যায়। গোপনে গোপনে তোমার প্রতিদিনকার সংবাদই আমি রাখিতাম ! যখন দেখিলাম, দশমাস কাল তুমি মদ্য স্পর্শ করিলে না, তখন অনেকট আশা হইল। তথাপি, আর একটু কঠোর পরীক্ষায় তোমার ফেলিবার প্রয়োজনীয়তা অনুভব করিলাম। মদ্যপান করিলে তোমার চাৰি পাক হইবে এবং না করিলে চাকরি যাইবে, এ পরীক্ষাটি আমারই উদ্ভাবিত—যোগীন্দ্রবাবু আমার অনুরোধ পালন করিয়াছেন মাত্র ।