পাতা:গল্পাঞ্জলি.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাত ফেরতের বিপদ ዓ› বিমি তাঁহাকে দেখিয়া ভেউ ভেউ করিয়া উঠিল । সঙ্গীতে বাধা পড়িল ৰলিয়াই তাহার রাগ অথবা অন্তৰ্য্যামী হওয়াতে অন্ত কোনও ভাব তাহার মনে উপস্থিত হইয়াছিল, বলা যায় না । কুকুরের গায়ে এক থাবড় মারিয়া স্বপ্রভা বলিল-“কি অভদ্র তুই ! চুপ কর।” মিস মল্লিক মুখখানি গম্ভীর ও বিষণ্ণ করিয়া বলিলেন—“মা কোথা ?” “ভিতরে আছেন। আসুন না ।”—-বলিয়া স্থপ্রভা তাহাকে লইয়া অগ্রসর হইবার উপক্রম করিল। মিস মল্পিক তাঙ্গকে হাত দিয়া ঠেলিয়া বলিলেন—“তুই আসিস নে। মিসেস রায়ের সঙ্গে আমার কথা আছে।” তাঙ্গর ভাবভঙ্গি দেখিয়া স্বপ্রভা শঙ্কিত হইল। বলিল—“কেন, কি হয়েছে ?”-মিস মল্লিক উত্তর না করিয়া পদ সরাইয়া ভিতরে প্রৱেশ করিলেন । সুপ্রভা তখন পিয়ানো বন্ধ করিয়া খোলা জানালার কাছে একখানি সোফার উপবেশন করিল। বিমি তুড়ক করিয়া উঠিয় তাহার পাশ্বে বসিল । , স্বপ্রভা, কুকুরের মুখখানি ধরিয়া নাড়িতে নাড়িতে বলিতে লাগিল— "বিমি, কি হয়েছে রে ? আমাকে যেতে দিলে না কেন ? কি কথা ? আমার বিষয় কোন কথা না কি ? যদি তাই হয় তবে কাজ নাড়, নয় ত কাজ নাডিসনে।” ৰিমি আদরে গলিয়া গিয়া সোফার উপর কাৎ হইয় গুইয়া পড়িল । সম্মুখের পদদ্বয় দিয়া সুপ্রণ্ডার হাতখানি আটকাইয়া তাহার স্বকুমার অঙ্গুলিগুলিতে মৃদু মৃদু দংশন করিতে লাগিল । সঙ্গে সঙ্গে তাহার লাজুল আন্দোলিত হইয়া সোফার উপর ৰিচিত্র চটপটাধ্বনি স্বজন করিল।