পাতা:গল্পাঞ্জলি.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাত ফেরতের বিপদ ዓፄ তবে, একটা কথা বলে রাখি। প্রকাশের এক বিবাহ সত্ত্বেও, সে স্ত্রীকে ত্যাগই করেছে, সে সব চুকে গেছে এই মনে করে যদি তার সঙ্গে সুপ্রভার বিবাহ দিবার চেষ্টা করেন, তা হলে এ কথা আমায় প্রকাশ করতেই হবে। ব্রাহ্মসমাজের আদর্শ আমি কোন মতেই ক্ষুণ্ণ হতে দেৰ না-বন্ধুত্বের খাতিরেও নয়। নমস্কার ”—বলিয়া মিস মঞ্জিক প্রস্থান করিলেন । অরক্ষণ পরেই স্বপ্রভা আসিয়া প্রবেশ করিল। দেখিল, জননী কাঃপুত্তলিকার মত নিম্পন্দভাবে বসিয়া। তাহার চক্ষু দুটি চাইতে ক্রোধ, গুণ ও বিরক্তি উছলিয়া পড়িতেছে। “কি হয়েছে মা ?”—বলিয়া সুপ্রভা পার্শ্বস্থিত টেবিল হইতে পত্ৰখানি উঠাষ্টয়া লইল। ঠিকানা পড়িয়া বলিয়া উঠিল—“এ কি মা ? দেখব ?” “(啊领P” পত্র খুলিয়া পাঠ করিয়া সুপ্রভা বলিল—“এ কি মা ?” মা বলিলেন—“প্রকাশের সঙ্গে তোমার বিবাহ হতে পারবে না। সে বিলাতে বিয়ে করে এসেছে।” সুপ্রভা পত্ৰখানি দ্বিতীয়বার পাঠ করিল, ডাকঘরের ছাপ তারিখ দেখিল। তাহার পর চিঠিখানি সজোরে মেঝের উপর আছড়াইয়া ফেলিয়া, সক্ষে অঞ্চল দিয়া, দ্রুতবেগে নিজ শয়নকক্ষে গিয়া দ্বার রুদ্ধ করিয়া ' 'शब्द ।