পাতা:গল্পাঞ্জলি.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গল্পাঞ্জলি 8 مb শুনিয়া সন্তোষ বাবুও অৰ্দ্ধ বজাহত হইলেন । ভাবিলেন—“আমাদের যুবকেরা বিলাতে গিয়ে বিবেকবুদ্ধি একেবারে বিসর্জন দিয়ে বসে দেখছি। সে স্থানে যেতেন তা আবার জাক করে বলছেন। কাক মশায় এখনও এলেন না-কতক্ষণ এই অকালকুষ্মাগুটার সঙ্গে বসে কথা কইবার কৰ্ম্মভোগ আমায় করতে হবে জানিনে। আমার যে অসহ্য হয়ে উঠছে।” বাড়ীর কাহাকেও এখনও পর্য্যস্ত না দেখিতে পাইয়া প্রকাশচন্দ্র একটু অধীর হইতেছিল। অন্ত সময় সে যখন আসিত, প্রায়ই দশ পনেরো মিনিট এই কক্ষে সুপ্রভাকে একাকিনী পাইত—পরে তাহার মা প্রভৃতি আসিতেন। প্রকাশ ভাবিতেছিল—আজ ভাল এক আপদ আসিয়া জুটিয়াছে। পর্দার অন্তরালে ভিতর দিকে শব্দমাত্রে প্রকাশ চমকিয়৷ উঠিতেছিল। তাহার সতৃষ্ণ চক্ষু বার বার সেই পর্দার পানে আকৃষ্ট হইতেছিল । কিয়ৎক্ষণ নীরব থাকিয়া সন্তোষ বাবু বলিলেন—“লণ্ডনে আপনি কোথা থাকতেন ?” “ম্যাড়লেণ্ড রোড, হাস্পষ্টেড।” “বাড়ী ভাড়া করে ছিলেন ?” “ন, অত টাকা কোথা ?” “তবে কি, হোটেলে ?” “হোটেলেও নয়—সেও খুব ব্যয়সাধ্য। আমি রুমস নিয়ে ছিলামুy ল্যাগুলেডির সঙ্গে বন্দোবস্ত ।” “মেসের বাসার মতন বুঝি ? সেখানে শুধু পুরুষরাই থাকে, না স্ত্রীলোকও থাকতে পায় ?” “দুই। গরীব অবস্থার অনেক বিবাহিত ব্যক্তি, যারা আলাদা বাড়ী ভাড়া করে খরচ কুলোতে পারে না, তারাও রুমস, নিয়ে