পাতা:গল্পাঞ্জলি.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাত ফেরতের বিপদ Ե"Q՝ থাকে । একটি শোবার ঘর একটি বসবার ঘর নিলে, কাষ চলে গেল।” “আপনি কটি ঘর নিয়ে ছিলেন ?” “ছটি। একটি শোবার একটি বসবার ” সন্তোষ বাবু মনে মনে বলিলেন—“ছ ! একলা মানুষ, দুটো ঘরের প্রয়োজন কি ? শোবার ঘরে কি বসা যায় না ?”—প্রকাশ্যে বলিলেন—“বরাবরই কি হাম্পষ্টেডে থাকতেন ?” “না। প্রথম বছর খানেক প্রিন্সেস স্কোয়ারে রুমস, নিয়ে থাকতাম । গ্রীষ্মের ছুটিতে প্যারিসে বেড়াতে গেলাম—সেখানে অনেক টাকা খরচ হয়ে গেল। ফিরে এসে হ্যাম্পষ্টেডে যাই । ও দিক্‌টা সহরতলী কি না, খরচপত্র একটু সস্তা।” সন্তোষ বাৰু স্বগত উক্তি করিলেন—“হু! প্রিন্সেস স্কোয়ারে থাকতেই বিবাহ করা হয়েছিল—প্যারিসে গিয়ে ‘হনিমুন”—ফিরে এসে ব্যায়-সংক্ষেপের প্রয়োজন হল।” প্রকাশ্যে বলিলেন, “থিয়েটরে প্রায়ই যেতেন বুঝি ?” “প্রথম প্রথম বছর খানেক খুবই যেতাম। তার পর হাস্পষ্টেডে গিয়ে ঘন ঘন যাওয়া আর হয়ে উঠত না—অনেকটা দূর কি না । তবে মাঝে মাঝে, কোন ভাল নাটকের অভিনয় হলে যাওয়া যেত ।” সন্তোষ বাবু মনে মনে বলিলেন—“হু ! শুধু দুর বলে নয়। আগে .,একখানা টিকিট কিনলেই হত, এখন যে দুখান করে লাগবে। এ ত আর নিরীহ বাঙ্গালীর মেয়ে নয় যে, এক ধমক খেয়ে চুপটি করে রান্নাঘরের কোণে বসে থাকবে, আর স্বামী মশায় আমোদ করে বেড়াবেন । এ বিলাতী মেম সাহেব, শক্ত ঘানি।” প্রকাশ আর থাকিতে না পারিয়া জিজ্ঞাসা করিল—“বাড়ীর কাউকে দেখছিনে যে ?”