পাতা:গল্পাঞ্জলি.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাত ফেরতের বিপদ -- পঞ্চম পরিচ্ছেদ সুপ্রভার শয়নকক্ষের সংলগ্ন একটি ক্ষুদ্র কামরা আছে, সেইটি তাহার নিজস্ব বসিবার ও পড়িবার ঘর। এই কক্ষে মিসেস রায় একটি সোফার প্রাস্তভাগে বসিয়া ছিলেন—সুপ্রভা তাতার কোলে মাথা দিয়া শয়ন করিয়া ছিল। মা আদর করিয়া কন্যার গায়ে হাত বুলাইতেছিলেন। বিমি মেঝের কাপেটের উপর চিন্তিতভাবে বসিয়া একদৃষ্টে সুপ্রভার মুখের পানে চাহিয়া ছিল। স্থ প্রভা বলিতেছিল, আর এখানে একদণ্ড তাহার মন টিকিতেছে ন—কল্য প্রভাতের গাড়ীতে সে হয় মুঙ্গের নহে ত মধুপুর চলিয়া যাইবে । মুঙ্গেরে তাহার দাদা এবং মধুপুরে তাহার পিসিম আছেন । মা বলিতেছিলেন, উনি বাড়ী আসুন, পরামর্শ করিয়া যাহা হয় কর বাইবে । এত উতলা হইলে চলিবে কেন ? যে বিশ্বাসঘাতকতা করিয়াছে তাহার সঙ্গে বিবাহ হইল না ইহাতে আর দুঃখ কি ? বরং সময় থাকিতে জানিতে পারা গিয়াছে সেই জন্ত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত । মা কন্যাকে যথাসাধ্য সাস্তুনা দিতে চেষ্টা করিতেছিলেন, কিন্তু তথাপি কস্তার অশ্রুবর্ষণ কিছুতেই ক্ষান্ত হইতেছিল না। অঞ্চলাগ্ৰ দিয়া তিনি কস্তার এবং নিজেরও অশ্রু মুছিয়া শেষ করিতে পারিতেছিলেন না । এমন সময় বাহিরে দাড়াইয়া সন্তোষ বাবু বলিলেন—“কাকীমা—আসতে পারি ?” সুপ্রভা উঠিয়া শয়নকক্ষে প্রবেশ করিয়া পর্দা টানিয়া দিল । সস্তোষ বাবু প্রবেশ করিয়া বলিলেন—“স্বপ্রভা কেমন আছে ?”