পাতা:গল্পাঞ্জলি.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গল্পাঞ্জলি في عيا গৃহিণী বলিলেন—“কাল সকালের গাড়ীতেই ও মুঙ্গের কিম্বা মধুপুর কোথাও চলে যেতে চায় ।” “মুঙ্গের অপেক্ষ বরং মধুপুরেই পিসিমার কাছে পাঠিয়ে দাও। সেখানে পাহাড় জঙ্গল প্রাকৃতিক দৃশু দেখে ওর মন শাস্ত হবে ।” এমন সময় অতুল বাৰু আসিয়া বলিলেন—“প্রকাশ ড্রয়িং রুমে বসে রয়েছে—তোমরা এখানে ? সুপ্রভা কোথা ?” গৃহিণী তখন স্বামীকে সকল কথা খুলিয়া বলিলেন। চিঠিখানিও দেখাইলেন । সব শুনিয়া অতুল বাবু হতাশ হইয়া নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িলেন। দুই হাত দিয়া কপালটি টিপিয়া ধরিয়া চিন্তা করিতে লাগিলেন । কিয়ৎক্ষণ পরে সন্তোৰ বাবুকে বলিলেন-“প্রকাশকে এ কথা জিজ্ঞাসা করা হয়েছে ?” “না—স্পষ্ট জিজ্ঞাসা করিনি। তবে কথায় বার্তায় এমন সব বিষয় প্রকাশ পেয়েছে যাতে ওর সেখানে বিবাহ করাই সম্ভব বলে মনে হয়।” বলিয়া কোন কোন কথা হইতে সন্তোষ বাৰু এ সিদ্ধান্তে উপনীত হইয়াছেন, তাহা বলিলেন। অতুল বাৰু দাড়াইয়া উঠিয়া বলিলেন—“ন না ওকে সাফ, সাফ. জিজ্ঞাসা করতে হবে। ও সব ঘোর প্যাচের কথার প্রয়োজন কি ? আমি এখনি গিয়ে স্পষ্ট জিজ্ঞাসা করছি। চিঠি খানা দাও।”—বলিয়া অতুল বাবু দ্রুতপদে বাহির হইয়া গেলেন। সুপ্রভা নিজ শয়নকক্ষ হইতে সমস্ত কথাবাৰ্ত্তাই শুনিতে পাইতেছিল । উৎকর্ণ হইয়া পিতার ফিরিবার পদশক প্রতীক্ষা করিতে লাগিল ।