পাতা:গল্পাঞ্জলি.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సార গল্পাঞ্জলি গৃহিণী বলিলেন “কি প্রমাণ ?” “আমি যদি বাস্তবিকই সেখানে বিবাহ করেছিলাম এমন হয়, তা হলে ঐ চিঠির তারিখের পূৰ্ব্বে এবং পরে, প্রতি সপ্তাহে স্ত্রীলোকের উপযোগী অনেক কাপড়ও ত ধোপার বাড়ী গিয়েছিল ?” “সম্ভব ।” “বিলাতে ধোপা নিযুক্ত হলে, তারা একখানি ছোট বাধানে। খাতা দেয়। প্রতি সোমবারে কাপড় ধুতে দেবার সময়, সেই খাতার একটা পৃষ্ঠায় কাপড়ের তালিকা লিখে দিতে হয়। সেই খাত। আর গত সপ্তাহের প্রাপ্য টাকা ময়লা কাপড়ের সঙ্গে ধোপার লোক এসে নিয়ে যায়। আবার শুক্রবার সন্ধ্যাবেলা ধোয়া কাপড়ের সঙ্গে সেই খাতাপানি ফিরে আসে, তাতে তারা হিসাব ও লিখে দেয় যেমন প্রত্যেক শাট চার পেনি, কলার এক পেনি, রুমাল আধ পেনি ইত্যাদি । আমার চেম্বাসে বিলাতের পুরাণে কাগজপত্রের সঙ্গে আমার ধোপার খাতাখানিও আছে । কাগজপত্র গোছাতে গোছাতে আজই সকালে সেখানি আমি দেখেছি । আমার গাড়ী প্রস্তুত । আমি যদি এখনি চেম্বাস থেকে সে খাতাখানি এনে আপনাদের দেখাতে পারি যে, তার পাতাব পর পাতায় কোথাও স্ত্রীলোকের কাপড়ের কোন নামগন্ধ নেই, তা হলে আপনাদের বিশ্বাস হবে ত?” গৃহিণী স্বামীর মুখের পানে চাহিলেন। অতুলবাবু বলিলেন— “প্রকাশ, , ড়োমার কথায় আমার সম্পূর্ণ বিশ্বাস হয়েছে--অন্ততঃ আমার ত হয়েছে। তোমার প্রতি যা সন্দেহ করা হয়েছিল তার জন্যে আমরা বিশেষ লজ্জিত। তবু আমি বলি তুমি সে খাত খানি এনে, সংশয়ের শেষ রেখা কারু মনে যদি থাকে মিটিয়ে झांe *