পাতা:গল্পাঞ্জলি.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাত ফেরতের বিপদ જે2 গৃহিণী বলিলেন—“আমারও মনে আর কোনও সংশয় নেই। খাতা এনে দেখানো আমার জন্তে সম্পূর্ণ অনাবশ্যক। তবে যদি তুমি ইচ্ছে কর, এনে সুপ্রভাকে দেখাতে পার ।” “বেশ, আমি চল্লাম”—বলিয়। প্রকাশ নিষ্ক্রান্ত হইল । অদ্ধঘণ্টা পরে প্রকাশের গাড়ী ফিরিল । প্রকাশ খাতাখানি তাতে করিয়া দুই তিনটা করিয়া সিড়ি ডিঙাইয়া উপরে উঠিতে লাগিল । ড্রয়িং রুমে আসিয়া দেখিল তাহা জনশূন্ত । বাহিরের অন্ধকার খোলা বারান্দার কোণে কে যেন রহিয়াছে। প্রকাশ বাহিরে দাড়াইল । কাতার চুল হইতে যেন একটা সৌরভ ভাসিয়া আসিতেছে, রেশমি কাপড়ের খপ্ খপ্‌ শব্দও যেন শুনা গেল। আরও কাছে সরিয়া গিয়া প্রকাশ চিনিতে পারিল—সুপ্রভা, তাহার কোলে বিমি । আরও কাছে গিয়া প্রকাশ ডাকিল—“সুপ্রভা।” মৃদুস্বরে উত্তর শুইল—“কেন ?” “খাত এনেছি । এই দেখ ।” মু প্রভা খাতাখানি লইয়া ছুড়িয়া নীচে ফেলিয়া দিল । প্রকাশ ক্ষোভে ও অভিমানে বলিল—“খাতা দেখতে চাও না ? সন্দেহ মেটাতে চাওনা ? এই তোমার বিচার ?” Φau: স্বপ্রভা তখন বিমিকে নামাইয়া দিয়া প্রকাশের কণ্ঠলিঙ্গন করিয়া তাহার বক্ষে মুখ লুকাইল ।