পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 ) জাজিলিং ১২ই জ্যৈষ্ঠ ভাই বন্ধ, शष्ठ कला नरब्रन आधाब्र निकटप्ले श्रानिग्ना अभलाग्न इन्ठ, थाधना कब्रिग्नाइ । आधि বলিলাম, “বেশ ত, তা হলে তোমার বাপকে আমি চিঠি লিখি ” সে বলিল, “বাবাকে চিঠি লিখলে তিনি এখনই আপনার কাছে অনেক টাকা চেয়ে বসবেন।" আমি রলিলাম, “তাতে আমি পিছপাও নই। বিনা টাকায় আজকালকার বাজারে কার আর মেয়ের বিয়ে হয় বল ?” সে বলিল, “বাবা যদি টাকা নেন, তাহলে কিন্তু আমি বিবাহ করতে পারবো না। আপনি অমলাকে শুধ শাঁখা-শাড়ী পরিয়ে, একুটি হত্তকি পণ দিয়ে যদি দান করেন, তবেই আমি বিবাহ করতে পারি।” শুনিয়া আমি কৃত্রিম ক্লোধভরে বলিলাম, “কি! এত বড় কথা তুমি বল আমায় ? শুধ শাঁখা-শাড়ী পরিয়ে হত্তকি দিয়ে কন্যা সম্প্রদান করবো ? কেন আমার কি তুমি একটা ষে-সে লোক পেয়েছ ? তোমার চোখে আমি একটা পথের ভিখারী বুঝি, না ?” -- ধমক খাইয়া ছেলেটা মনুষড়াইয়া গেল ; আমতা আমতা করিয়া বলিল, “না না, সে ভাবে আমি বলিনি, আপনি রাগ করছেন কেন ?”-তারপর সে তার পণানবারিণী সভার কথা, আরও কত কি সব মাথামুণ্ড বলিতে লাগিল। আমি বলিলাম, “ওঃ, কলকাতার সেই পণ-নিবারিণী সভা ? প্রোফেসর অমলা বোস যার সভাপতি ?” খোকা বলিল, “আজ্ঞে হ্যাঁ।” আমি বলিলাম, “সেই লোকই ত সম্প্রতি বিবাহ করে শ্বশুরের টাকায় বিলাত গেছে। খবরের কাগজওয়ালারা তাই নিয়ে তাকে কি রকম গালাগালিটা দিয়েছে দেখ না ।” —বলিয়া সেইদিন প্রাতে প্রাপ্ত একখানা সংবাদপত্র তাহাকে দেখাইলাম। পড়িয়া সরেন ভারী দমিয়া গেল। বলিল, “তা হলেই বঝেন না ? আমি সেই সভার সম্পাদক। আমিও যদি ঐ কাব্য করি, আমাকেও ত এমনি ক’রে গালাগালি খেতে হবে!” এই কথা শুনিয়া BB DD BBS BB DDDS BBB DDDD DDD DDDBBS SBB BBS DD হাজার রাজি থাকলেও তোমার বাপের অমতে তোমাকে আমি জামাই কি করে করি বল ? তোমার বাবাকে আমি ছেলেবেলা থেকে জানি ত! তিনি ভারী একরোখা মানুষ। শেষকালে বলে বসবেন, ও বউ আমি গ্রহণ করবো না। তার চেয়ে, বাপ, তোমার বাবাকে চিঠি পর লিখে সব ঠিকঠাক করি, তিনি অনুমতি দিলেই শুভ কাৰ্য্যটি হতে পারবে।” খোকা বলিল, “সে আশা ব্যথা। তিনি বড় অথ"সঙ্কটে পড়ে আছেন। বিনা টাকায় কখনই তিনি সন্মতি দেবেন না।" আমি বলিলাম, “তা হলে বাপ, এ কাজের মধ্যে আমি নেই। বাপমাকে লুকিয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করবে, সে হতেই পারে না, অসম্ভব। আমার মেয়ের অন্যত্র সম্প্রবন্থ করতে হবে। তুমি বাপ, এ বাড়ীতে আর এস না। অমলা ত এখন নিতান্ত ছোট্টটি নেই—তোমাদের দেখা-শনা হলে মিছামিছি মন খারাপ হবে বই ত নয়।” এই কথা শুনিয়া আমাকে একটি প্রণাম করিয়া সরেন প্রস্থান করিল। রায়িতে গিনির কাছে শুনিলাম, মেয়েটা কোথায় দাঁড়াইয়া এই সকল কথা শুনিরাছিল। কিয়ৎক্ষণ পরে তিনি মেয়ের খোঁজে যাইয়া দেখেন, সে বিছানায় উবড় হইয়া পড়িয়া ললিসে মুখ গজিয়া কাঁদিতেছে। তার মা'র কাছে সে আর কোনও কথা গোপন করিতে BB BBS BB BB DDBBD BBDD DDBB BB DD DDBBS D BBB জল মাছিয়া বলিলেন, “মেয়েটার কষ্ট দেখে মনে হতে লাগলো, সব কৰা তাকে খুলেই बीज । किन्छू ८ङामान्न निप्यथ ।। ८नèछरना छाब्र कारश् किङ्द छाण्षाट्ठ नाब्रलाभ ना ॥* श्राबि তাঁহাকে বললাম, “কালকের দিনটে চপ করে থাক। পরশ চিঠি লিখে সরেনকে ডেকে