পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

地为心 গল্প-গ্রন্থাবলী इजवाबद निछ नएकछे श्रङ cनई दयनाधौ किठिंथाना बाश्ब्रि कब्रिग्ना, छेषाब्र श८ठ निग्ना বলিলেন, “এই চিঠিখানি পড়ে দেখলেই তুমি বঝেতে পারবে। আর, কেন যে তোমার ছেড়ে আমি বিলেতে যাচ্চি, তাও বুঝতে পারবে।” উষা এক নিঃশ্বাসে পর পাঠ করিয়া, সেখানি দরে নিক্ষেপ করিয়া, দই হাতে RF বসিল। ব্ৰজবাব হতভম্ব হইয়া এই দশ্য অবলোকন করিতে | কিয়ৎক্ষণ পরে, মাখ তুলিয়া, উষা কুন্দনের স্বরে কহিল, “ঠিক হয়েছে, আমার উপযুক্ত শাস্তি আমি পেলাম। স্বামীর কাছে মিথ্যা কথা বলা, স্বামীকে লুকিয়ে কাজ করার শাসিত যে এত বড়, তা কিন্তু আগে আমি বুঝতে পারিনি। সে যা হয় হোক। এখনই —শীগগির একখানা ট্যাক্সি আনাও। তুমি আমার সঙ্গে চল ভবানীপরে। এই গহনা, কাপড়, আর গন্ধ, মাকে দেখিয়ে তুমি তাঁকে জিজ্ঞাসা করবে, এসব আমি কোথায় পেয়েছি। আর তোমার মোটা বেতের ছড়িগাছটা হাতে নাও। ব্ৰজবাব বিস্ময়ে অভিভূত হইয়া বলিলেন, “কেন ? ' “ষে এই বেনামী মিথ্যা চিঠি তোমায় লিখেছে, সেই লোকটাকে আমি তোমায় দেখিয়ে দেবো। তুমি তাকে মারবে—খবে মারবে—যেন ছমাস সে বিছানা ছেড়ে উঠতে না পরে। তার জন্যে যদি তোমায় জেলে যেতে হয়, তাও ষেও। তুমি জেল থেকে ফিরে আসবার আশায় আমি প্রাণ ধরে থাকবো, তোমার সংসার বক্তায় রেখে দেবো।” ব্ৰজবাব ব্যগ্রভাবে বলিলেন, “কাকে ? কাকে মারবো ?” “সেই সত্যকে ।” “কোন সত্য ?” সে আমার বাপের বাড়ীর কাছে থাকে। ছেলেবেলা থেকে সে আমায় জবালাতন করছে—ষখন আমার বিয়ে হয়নি—তখন থেকে। ইদানীংও, আমি মার কাছে গেলে, আমার সঙ্গে গোপনে কথা কইতে চেচ্টা করে । মাকে আমি সব কথাই বলে দিয়েছিলাম। আগে সে আমাদের বাড়ীতে ঘরের ছেলের মত আসতো যেত মা সেটা বন্ধ করে দিয়েছেন। কিছুতেই না পেরে সে আমার এই সব্বনাশের আয়োজন করেছে। উঃ কি পাজি, কি শয়তান। চল তুমি, তার পাপের প্রতিফল তাকে দেবে চল। মার খেয়ে সে পড়ে গেলে, আমি এই হাইহিল জাতোসন্ধে গণে তিনটি লাথি তার মুখে মারবো। ওগো চল, চল।”—বলিয়া উষা উঠিয়া দাঁড়াইল । তাহার চোখের অশ্রু শুকাইয়া গিয়াছে তাহা হইতে অনিস্ফলিঙ্গ নিগত হইতেছে, তাহার দেহ থর থর করিয়া কপিতেছে। ব্ৰজবাব অনেক কটে তাহাকে ঠাণ্ডা করিলেন। দই একটা প্রশ্ন করিয়া যাহা জানিতে পারলেন তাহা সংক্ষেপে এই ৪— বিবাহের পাবে সত্যর অভদ্রতা সম্বন্ধে সকল কথা উষা কেবল মাকে বলিয়াছিল, আর কাহাকেও বলে নাই। তাহা শনিয়া মা বিরক্ত হইয়া সত্যকে নিজনে তিরস্কার এবং বাটীতে প্রবেশ করিতে নিষেধ করিয়াছিলেন। তারপর উষার বিবাহ হইল, সত্যও বিবাহ কারলু, দই তিন বৎসর সত্য আর উষাদের বাড়ী আসে নাই। তাহার সী আসিত, বাড়ীতে অন্যান্য মেযেদের সঙ্গে গলপ করত, তাস খেলিত-ইদানীং আবার উষা থাকিলে, সন্ত্রীকে ডাকিবার ছলে, সত্য যাতায়াত আরম্ভ করিয়াছিল। মাস কয়েক পবে উষা যখন দিন পনেরো গিযা পিয়ালয়ে ছিল, তখন আবার সত্য পবেবৎ আচরণ আরম্ভ করে। উষা মাকে উহা জ্ঞাপন করায়, মা আবার তাহাকে বাড়ী আসা বন্ধ করেন। এবার উষা পিত্রালয়ে গেলে, একদিন মা’র সঙ্গে তাহার অনেক কথা হয় । একাকিনী অথবা কোনও সখীর সঙ্গে থিয়েটার, বায়কোপ প্রভৃতিতে যাওয়ার কথা, ইহাতে ব্ৰজবাবর অসন্তুটি একদিন প্রতিমাদের সঙ্গে বায়স্কোপ দেখা, ফিরিবার সময়