পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২o গল্প-গ্রন্থাবলী “আমি যদি আপনাকে মনোনীতই করি, কবে আপনি জয়েন করতে পারেন ?” “যবে বলেন। একবার আমায় ঢাকায় যেতে হবে, সেখানকার বাসা তুলে দিয়ে, দেশে গিয়ে মার সঙ্গে একবার দেখা করেই চলে আসতে পারি।” * “দেশে আপনার মা আছেন বুঝি ? আচ্ছা বেশ । যতগুলি দরখাস্ত এসেছিল, তার মধ্যে থেকে বেছে বেছে আমি যাদের ডেকেছিলাম, তাদের প্রায় সকলের সঙ্গোই দেখা করা হয়ে গেছে। আপনি আজ এলেন। আর দনুজন মাত্র বাকী—তাঁদের কাল ডেকেছি। তাঁদের সঙ্গে দেখা হয়ে গেলেই, পরশ আমি সিথর করবো কাকে এ পদ দেবো। আপনি কি করবেন ? এ দুদিন কি কলকাতাতেই অপেক্ষা করবেন ?” পরেশ বলিলn “আপনি যা বলেন।” - “আমি তবে আপনাকে পাটই বলি। পাবে যতগুলি লোক এসেছিলেন, তাঁদের সকলের চেয়ে, আপনাকেই আমি বেশী যোগ্য মনে করি। কাল যে দুজনের আসবার কথা আছে, তাঁদের অবশ্য এখনও দেখিনি ৷” এই সময় একটি ১২.১৩ বৎসরের সন্দেরী মেয়ে, অঙ্গে তার ইংরাজী ফ্রক, রােখন এলোচল ফিতায় বাঁধা, লাফাইতে লাফাইতে সেই ঘরে প্রবেশ করিল এবং আগন্তুকের প্রতি দকপাত না করিয়া, রায় বাহাদরের গলাটি জড়াইয়া অনুচ্চ স্বরে বলিল, “ড্যাডিমণি, আজ ত ফান-ফ্রাইডে, আজ কি আমরা বায়কোপে যাব ?” পরেশ মনে মনে বলিল, "আ মোলো যা । ধেড়েকেট মেয়েটার রকম দেখ । আবার ড্যাড়ি-মণি ! ইঙ্গবঙ্গ এই জন্যেই বলে বোধ হয় ।” রায় বাহাদরে কন্যার পঠে আদরের মদে আঘাত করিতে করিতে বলিলেন, “যাবি ত পাগলী !” মেয়ে মহা আনন্দে নাচিতে নাচিতে প্রস্থান করিল। রায় বাহাদরে বললেন, “দুদিন আপনি থেকেই যান না। আপনাব বাসার ঠিকানাটা দিয়ে যান, পরশ রবিবার সকালেই, যাহোক একটা কিছু খবর আপনাকে পাঠাব। যদি অন্য লোককেই এপয়েন্ট করি, আপনার রাহা খরচের টাকা পাঠিয়ে দেবো—নয়ত, আপনাকেই ডেকে পাঠাব।” পরেশ বলল, “আজ্ঞে কোনও বাসা ত এখনও ঠিক করিনি। যদি বলেন ত পরশ—ে” “আচ্ছা, তা হলে পরশ সকালে একবার এই সময় এসে খবরটা নেবেন।”—বলিয়া রায় বাহাদরে দড়িাইয়া উঠিয়া, পরেশের দিকে হস্ত প্রসারণ করিলেন। পরেশ ভয়ে ভয়ে তাঁহার সহিত করমন্দন করিয়া বাহির হইয়া গেল। বায় বাহাদরে তখন টেলিগ্রামের ফন্ম লইয়া তাঁহার পরিচিত ঢাকার কোন প্রবীণ উকীলকে এই মন্মে একটি জবাবী তার করলেন । জুনিয়র উকীল পরেশ ব্যানাজি কি চরিত্রের লোক ? আমার সন্তানদের গহশিক্ষক হইবার সে উপযুক্ত কি না ?” তাব লেখা হইলে রায় বাহাদরে ঘণ্টা বাজাইলেন। আন্দালি আসিল। তখনই সে হার বওনা হইয়া গেল । অপরাহু কালে তারের জবাব আসিল—“ঐ যবেক অতি সচ্চরিত্র। সব্বাংশে উপযোগী ।” এই উত্তরaয়খন আসিল, রায় বাহাদর তখন তাঁহার কম স্থানে ছোট লাটসাহেবের কুঠী বেলভেডিয়ারে। পাণওয়ালা বর্ণিত “মেনেজার” তিনি নহেন, তিনি বেলভেডিয়ারের এঞ্জিনিয়র। বহুকাল সরকারী পত্তে বিভাগে কম করিয়া, এই কয়বৎসর তিনি বেলভেডিয়ারের এঞ্জিনিয়র হইয়াছেন। লোকে বলে, ইনি ছোট লাটসাহেবের অত্যন্ত প্রিয়পার। লাটসাহেবের পত্নীর ত, চাটাডিজ না হইলে এক মহত্তে চলে না। নেকলেস BBBB BBB BBB BBDDBB DDD DD DD DDD DDDD DDD চাটাজি বলরাম সাজাইয়া না দিলে তাঁর নতোৎসব সম্পন্ন হয় না। *