পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8げ গঙ্গপ-গ্রন্থাবলী উঠিয়াছিল; কিন্তু সদয়-হৃদয় পিতৃদেব নগদ ছয় হাজার টাকা লোকসান স্বীকার করিয়া, বেসরকারী কলেজের গরীব অধ্যাপক হরকুমার গাঙ্গালীর কন্যাকে পত্রবধরপে থাহে আনিলেন। বিশেষ করিয়া সন্দেরী বধ কামনা না করিলেও, প্রজাপতি অবিনাশকে সন্দেরী বধাই দিলেন। কনের নাম সষমা, বয়স ১৬ বৎসর, এ বৎসর সে ম্যাট্রিক পরীক্ষা দিয়াছে— রেজালট এখনও বাহির হয় নাই । বিবাহ হইল ৫ই আষাঢ়। জ্যৈষ্ঠ মাসেই হইতে পারিত, কিন্তু জ্যেষ্ঠ ছেলের বিবাহ জ্যৈষ্ঠ মাসে হইত্বে নাই। অবিনাশের পিতা রাধাবল্লভ চট্টোপাধ্যায় মহাশয় খলনা জেলার অধিবাসী। পত্রবিবাহ জন্য সপরিবারে কলিকাতায় আসিয়া এক মাসের জন্য শ্যামবাজারে বাড়ী ভাড়া করিয়াছেন। ফুলশয্যার রাত্রেই কনেকে বিশেষ ভাবে জেরা করিয়া অবিনাশ জানিতে পারিল যে, সে কবিতা লেখে এবং কবিতায় পরিপণ দুইখানি খাতা ভবানীপুরে তাহার বাক্সমধ্যে আছে । শনিয়া আনন্দে অবিনাশ যেন পাগল হইয়া উঠিল । বলিল, ‘আসবার সময় খাতা দুখানি আনলে না কেন সষ ?—আমি দেখতাম !" নববধ বলিল, “সে খাতা আমি কাউকে দেখাই ” অবিনাশ বলিল, “কিন্তু আমি কি কাউ " কনে বলিল, “তুমি কাউ হবে কেন, তুমি বলে । " বধরে এই রহস্যপটতাষ একটা দীনবন্ধ, বা ডি-এল রাষের প্রতিভাব সন্ধান পাইয়া অবিনাশ একেবারে মধে হইয়া গেল। মনে মনে বলিল, “সাধে কি আর শিক্ষিতা মেযে বিয়ে করবো প্রতিজ্ঞা করেছিলাম ?”—কোনও কবিতা যদি মুখপথ থাকে, তবে তাহাই শনিবার জন্য অবিনাশ বড়ই ব্যস্ত হইয়া পড়িল। কিন্তু কোনও কবিতাই সষেমার মখেন্থ নাই। বরের আগ্রহ ও আক্ষেপ দর্শনে অবশেষে সে আশ্বাস দিল—“আট দিন পরে, আমার সঙ্গে তুমি ত যোড়ে যাবে আমাদের বাড়ী, তখন দেখাব।” অবিনাশ বলিল, ‘আট দিন ধৈয্য ধবে থাকাই বা ষায় কেমন করে ?” माझे আট দিন আট রাত্রি অতিবাহিত হইল। উভয়ের আত্মীয়তা অন্তরঙ্গতা, অভিন্নহৃদয়তা এই আট দিনে এতই বিশাল ও গভীর হইয়াছে যে, অবিনাশের পিথর বিশ্ববাস —বোধোদয় কথামালা পড়া কোনও মেয়ের সহিত বিবাহ হইলে, আট বৎসরেও তাহা হইত কি না তাহা সন্দেহ । আটদিন পরে অবিনাশ “যোড়ে" শবশুরবাড়ী গেল। স্ত্রীর লিখিত কবিতা পাঠে তাহার অল্টাহব্যাপী আকুল আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হইল। কবিতাগলি পড়িয়া সে এতই প্রশংসা করিতে লাগিল ষে, বেচাবণী সৰমা সত্য সত্যই লজিত ও সঙ্কুচিত হইয়া পড়িল। বলিল, “কি বল তুমি তাব ঠিক নেই! ভারি ত কবিতা—তারই এত সংখ্যাতি।” অবিনাশ, রবিবাব কোট করিয়া বলিল, “পল্পসম অন্ধ তুমি অন্ধ বালিকা—জান না নিজে মোহন কি যে তোমার মালিকা !”—অবিনাশ মনে মনে প্রতিজ্ঞা করিল—যত শীঘ্র সম্ভব, কবিতাগালি পতাকাকারে সে ছাপাইয়া ফেলিবে। কলেজ খলিলেই মেসে বসিয়া স্বহস্তে খাতা নকল কবিয়া পাণ্ডুলিপি প্রেসে দিবে। নিজালয়ে অন্টাহ, বশরালয়ে অষ্টাহ-এই ষোড়শ দিন কোথা দিয়া যে কাটিয়া গেল অবিনাশ ভাল বুঝিতেই পারিল না। অবশেষে বিদায়-রজনী উপস্থিত হইল। ब्राडौब्र नियौथ घन घन प्रौघ**वान, नव्रन्नटब्रब्र वाक उर्वावब्रज अष्टाछन टनळ्न श्ठानि इंठानि ७कञ्चकध प्लष श्ल अविनाभ दर्शलज, “छूभि ८व्राछ ७कथान क८ब्र किठिं आभाग्न