পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপন্যাস কলেজ ○○○ সক্ষমা জুতা মোজা পরিয়া, সাজিয়া গজিয়া, বেলা সাড়ে চারিটার সময় স্বামীর সহিত বাহির হইল। দুজনে ট্রামেই গেল। কলটোলা স্ট্রীটের মোড়ে নামিয়া, পাঁচ মিনিট মধ্যেই নতন রাতায় উপন্যাস কলেজ গাহের সম্মুখে উপস্থিত হইল। দেখিল, বাড়ীটা বিজ্ঞাপনের ছবির অনরপে প্রকাণ্ড পঞ্চতল অট্টালিকাই বটে; কিন্তু সমস্তটাই উপন্যাস কলেজ নহে। নীচের তলাল কুঠুরিগুলিতে চা চপ কাটলেটের কেবিন", সাইকেল মেরামতের দোকান, পানবিড়ির দোকান, ময়রার দোকান প্রভৃতি—দোতলাটা মাত্র কলেজ। ত্রিতল চতুস্তল ও পঞ্চতলে মাড়োয়ারীগণ বাস করে। যাহা হউক, উভযে বিতলে উঠিল। প্রথমেই একটা কক্ষেব বাহিরে অাঁটা তত্তাষ “অফিস" অঙ্কিত দেখিয়া, পঙ্গদা ঠেলিয়া তাহারা ভিতরে প্রবেশ বলবল। গোঁফদাড়ি কামানো ঝাঁকড়া চলে, চোখে সোণার চশমা অটিা এক যবেক রেজিস্টারি বাঁহ, খাতাপর লইয়া বসিয়া ছিলেন, তিনি আগন্তুকবয়ের পানে চাহিয়া, চেয়াব দেখাইযা বসিতে ইঙ্গিত করিলেন । ইহাদের আগমনেব উদ্দেশ্য শুনিয়া, একখন্ড নিষমাবলী এবং একখানি ভত্তি’ ಸ್ಥಾ ರಾ ಾ ಣ অবিনাশ ও সষেমা একত্র তাহা পাঠ কবিতে গল । পাঠ শেষে অবিনাশ জিজ্ঞাসা কবিল "ছাত্রীবিভাগে কতগুলি মেযে ভত্তি হযেছে মশাই ?" বাবটি বলিলেন, ‘ জন ত্রিশ এ পর্যন্ত ভত্তি হয়েছে । আবও অ্যাপ্লিকেশন আসছে। পঞ্চাশ পণ্য হলে আর আমবা নেবো না; মেয়েদেব ক্লাস ঘবে আব বেশী ধরবে না। এত ছাত্রী ভত্তি হতে চাইবে আগে তা আমবা ভাবিনি।’ মেয়েদের ক্লাসে কে কে পড়াবেন ?” কেরাণীবাব একখানি কাগজ টানিষা লইয়া তাহার উপব চক্ষ রাখিয়া বলিলেন, “ছোট গল্প সম্পবন্ধে লেকচাব দেবেন সবোজ রাষ, আর শৈলেন চাটায্যে। উপন্যাস সম্বন্ধে রজনীবাব আব লীলাবতী সেন। ভাষা বর্ণনা শেখাবেন নপেন সোম আব চঞ্চলা দেবী।" সকলেই জানেন—সুষমা অবিনাশও জানিত—বত্তমান বহুগীয তরণ" সাহিত্যে এই লেখক লেখিকাগণের সথান ল ৩ উচ্চে অবিনাশ বলিল এবা ত আজকালকাব খর্ব নামজাদ সাহিত্যিক।” কেরাণীবাবু বলিলেন, “নিশ্চয।” ঐ যে সবোজবাবর নাম করলেন নববশিম মাসিকপত্রেব সম্পাদক সবোজবাব কি ?” “उिनिदै יין তা হলে ঘটাফ ত খুব ট্রং হয়েছে " আজ্ঞে হ্যাঁ । নইলে আর ভত্তি হবার জন্যে এত ভিড় !" আচ্ছা—নমস্কার মশাই –এখন তাহলে আমরা উঠি ”—বলিযা অবিনাশ দাঁড়াইল । কেরাণীবাব বলিলেন, “যদি ভক্তি হওয়াই সিথর হয়, তবে বেশী দেবী করবেন না,— কারণ পথান বড়ই কম —আর যে বকম অ্যাপ্লিকেশন আসছে—“ "যে আজ্ঞে—দেরী করবো না—খবে সম্ভব, কালই এসে টাকা জমা দিযে য ব৷”— বলিয়া অবিনাশ সন্ত্রীকে লইযা প্রসথান করিল। 更预 পরদিনই অবিনাশ গিষা সষমার ভত্তি হওয়ার ফী প্রভৃতি জমা দিল। সপ্তাহ পরে লেকচার আরম্ভ হইল। সেদিন অবিনাশ বেলা দুইটার সময় সীকে তাহার কলেজে পৌছাইয়া, নিজকমে বিশ্ববিদ্যালয়ে গেল। বেলা চারিটায় সৰমার ছুটি হইবে