পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধার বিবাহ ఏ 6 ఫి বরদাবাব আবার নিজ কাজকমে মনঃসংযোগ করিলেন। অতুলবাব তাঁহার বন্ধ বিনয়বাবরে মুখে বরদাভবনের সকল সংবাদই পাখান,পঞ্চখ ভাবে পাইয়া থাকেন। • মকুন্দনগর রাজবাড়ীর লোকেদের মেয়ে দেখার কথা, গাত্রবণ" সম্বন্ধে রাজাবাহাদরের বিশেষ ঝোঁকের কথা এবং একমাস পরে রাজাবাহাদরে যে স্বয়ং কন্যা দেখিতে আসিবেন, সে সংবাদও পাইলেন। দই বন্ধতে অত্যন্ত গোপনে কি পরামশ চলিতে লাগিল। অতুলবাব প্রত্যহ নিজ কলেজের পর প্রেসিডেন্সি কলেজে গিয়া বিনয়বাবরে রসায়নাগারে দই তিন ঘণ্টা করিয়া কাটাইতে লাগিলেন। উভয়েই রসায়ন শাস্ত্রে সপেণ্ডিত। উভয়ে মিলিয়া কি সব রাসায়নিক পরীক্ষা করিতে লাীি তাহারাই জানেন ৷ সপ্তাহকাল দুইজনে প্রেসিডেন্সি কলেজে বসিয়া এইরপে পরীক্ষা চালাইলেন। তাহার পর একদিন নিৰ্ম্মলা কিসের একটা শিশি বস্ত্রমধ্যে লুকাইয়া পিত্রালয়ে গিয়া তাহার কনিষ্ঠাকে দিল। চুপি চলপি কি সব উপদেশও তাঁহাকে দিয়া আসিল। সন্ধা শিশিটা নিজ আলমারির মধ্যে লুকাইয়া রাখিল। হহার কয়েকদিন পরে, সন্ধ্যার পর কত্তা-গৃহিণীতে কথাবাত্তা চলিতোছল। রাজা বাহাদরের আসিবার ত অধিক বিলম্ব নাই—এক সপ্তাহ মাত্র। মেয়ে দেখিয়া, তবে বিবাহের দিনন্থির হইবে সে বিষযে যদি মতামত জিজ্ঞাসা করেন, তবে তাঁহাকে কি বলা যাইবে এই সম্বন্ধে বরদাবাব পত্নীব সহিত আলোচনা কবিতে চাহিলেন । গহিণী বলিলেন, "দিনন্থির ত কববে, কিন্তু মেয়ের ভাবভঙ্গি দেখে আমি ষে মোটেই সাহস পাচ্চিনে । ‘কেন, কি ভাবভঙ্গি দেখলে ?” সেইদিন তাব। এসে মেয়ে দেখা অবধি, ও যেন কেমন মনমরা হয়ে থাকে। মুখে হাসি নেই ভাল করে খায় না,—রাত্রে বিছানায় শয়ে শয়ে কাঁদে এও আমি টেব পেয়েছি। দেখছ না, কি রকম রোগা হয়ে যাচ্চে, ভেবে ভেবে বাছার আমার সোণার ববণ কালী হয়ে যাচ্চে । মেযে ডাগর হয়েছে, তাব অমতে জোর জবরদসিত কবে বিয়ে দিতে চাইলে শেষে হিতে বিপবীত হয়ে না দাঁড়ায়।’ ববদাবাব বলিলেন । হাঁঃ—ঐ সব ছেলেমানষেী কথা শোন কেন ?”—কিন্তু মনে মনে তিনি শঙ্কিত হইষা উঠিলেন। বলাই যায কি, কালেব ষেবপ গতি, কাপড়ে কেবোসিন ভিজাইযা আগনেই ধরাইয়া দিবে না আফিম আনাইয়া ভক্ষণ করবে, কে বলিতে পারে ? গহিণীকে অবশেষে তাঁহাব আশঙ্কাব কথা খলিয়াই বলিলেন এবং মেযে সম্পবন্ধে বিশেষ কবিযা তাঁহাকে সাবধান করিয়া দিলেন। পবদিন ববদাবাব সধাকে ডাকিযা মিস্ট-কথায তাহাকে নানা প্রকারে বুঝাইলেন । কিন্তু সন্ধা কোনও উত্তর করিল না—কাঁদতে কাঁদিতে চলিযা, গেল। দিনের পব দিন এই ভাবেই কাটিতে লাগিল। দিনেব পব দিন সন্ধার দেহবণ মলিন হইতে মলিনতর হইতে লাগিল। কন্যার এ অবস্থা দেখিয়া ববদাবাব শঙ্কিত হইয়া উঠিলেন। ভাবী পত্রবধর গাত্রবণের উপবই যে বাজার অত্যধিক ঝোঁক। মকুন্দনগব হইতে পত্র আসিল, অমক দিন অমকে সময স-পাবিষট বাঙ্গা বাহাদর মেযে দেখিতে বরদাভবনে উপস্থিত হইবেন। বড় বড় সাহেবী দোকান হইতে বরদাবাব মেয়ের জন্য দামী দামী ফেসক্রোঁম, কমপ্লেক্সন-লোশন প্রভৃতি আনিয়া দিলেন। তাঁহার কড়া আদেশে সে সকল সাধার সবাঙ্গে মালিসও হইতে লাগিল। কিন্তু উলটা উৎপত্তি হইল,—মেঘে দিন দিন বালে৷ झद्देराउ ज्ञाथिाल।