পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

न:ख्न बॐ Syరి বসন্ত কিয়ৎক্ষণ নীরব থাকিয়া বলিল, “তাই ত : ভারি মকিল হ’ল যে ! নিশ্চয়ই সেই লোকটা। আচ্ছা,আমি বাড়ী না থাকার সময় সেই লোকটা এসে তোমায় যদি ডাকে, তুমি ত তা হলে স্বচ্ছন্দে তার সঙ্গে চলে যাবে ” নিন্মলা শিহরিয়া উঠিয়া বলল, "রক্ষে কর : ' বসন্ত বলিল, “কেন মন্দ কি ? গবীর স্বামীর পরিবত্তে ধনী স্বামী পাৰে। মন্ত মোটরে চড়ে চলে যাবে, আমি ব্যাচারী ফ্যাল ফ্যাল করে চেযে থাকবো ।” নিশমলা বলিল, “দেখ, ফের যদি ঐ সব আকথা কুকথা আমায় বলবে, তা হলে তোমার সঙ্গে আমি আর কথাই কইব না।" দেখিতে দেখিতে আশ্বিন মাস আসিষা পড়িল। সহোসিনীর সীমী পশ্চিম হইতে আসিলেন; তিনি বসন্তেব সমবয়সী। দুইজনে আলাপ-পরিচয় হইল। পঞ্চম পরিচ্ছেদ সপ্তমী পুজার দিন বেলা ৫টাব সময় বসন্ত বলিল, “আজ আমি এখনই বেরাচ্ছি। আপিসে কাজ বেশী পড়েছে—আজ আব সন্ধাবেলা আমি আসতে পারবো না।--কাল একবাবে বেলা ৯টার সময আসবো।” নিৰ্ম্মলা বলিল, “ভ্যালা চাকবী হয়েছে বাপ, হ্যাঁ । পুজোর তিন দিনও ছুটী নেই।” বসন্ত বলিল, “ছািটী চলোয় যাক—কাজের আরও বেশী ভিড়। রেল, পোট আপিস, খবরের কাগজের আপিসে, আর যারা থিয়েটারে চাকবি করে, তাদের পালে-পাবণে ছুটী ত নেই-ই; বরং কাজ চতুগণ বেড়ে যায়।” স্বামী চলিযা গেলে নিম লা সহাসিনীর নিকটে দগে"াকে পাঠাইয়া একগানা উপন্যাস আনাইয়। তাহাই পড়িতে বসিল । অন্য দিন সন্ধ্যাবেলা সে গা ধোয়, বঙ্গ পরিবত্তন করে আজ আর সে সব কিছু করার তার চাড় হইল না। ছযটাব সময় সহাসিনী আসিয়া বলিল, “তোমাব ঝিব কাছে শুনলাম দাদাবাব না কি আজ সন্ধোবেলা আব আসবেন না P” ‘হ্যাঁ, সে ত সেই ৫টার সময়ই বেরিয়ে গেছে।" “এক কাজ করবে ভাই ম’

  • -किं ?”

আমরা থিযেটারে যাচ্ছি। আমার আর মা'র জন্যে উনি একটা বক্স নিয়েছিলেন। মা প্রথমে যাবেন বলেছিলেন, এখন আব যেতে চাচ্ছেন না। তুমি খাকীকে নিয়ে, চল ল: ভাই আমার সঙ্গে !" নিমালা বহি বন্ধ করিয়া বলিল, “যাব ? কিন্তু ওঁকে ত বলা হয়নি।” “তার জন্যে কি অাব হয়েছে ?” 尊 “তোমাল উনি কোথায় বসবেন ?" “উনি কখখনো বক্সে বসেন না। বলেন, মেয়েদের সঙ্গে বসতে আমার লজা করে। চল চল কাপড়-চোপড় ছেড়ে নাও, খাকীকে দুধ-টন্ধ খাওয়াও ঠিক ৭টার সময় বেরতে হবে ।” “कि वझे झ८व ?” “কৃষ্ণকাতের উইল।” “亥市1”