পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

āoᏌ গল্প-গ্রন্থাবলী 행 “আচ্ছা। ভূমি কখন ফিরবে মা ?” “আমার ফিরতে চারটে বাজবে।”—বলিয়া পিয়ারী প্রস্থান করিল। গাড়ীবারান্দা হইতে শব্দ করিয়া মোটরগাড়ী বাহির হইয়া গেল, আমি শুনিতে পাইলাম। লায়লী তখনও সেই ঘরে দাঁড়াইয়া, জানালায় মুখ দিয়া বাহিরে কি দেখিতেছিল। অলপক্ষণ পরেই সে মুখ ফিরাইল, আমি অমনই তাহাকে হস্তসঙ্কেতে ডাকিলাম। : লায়লী আশ্চৰ্য্য হইয়া আমার নিকট আসিয়া দাঁড়াইল। আমি হস্তেঙ্গিতে তাহাকে কাগজ পেন্সিল দিতে বলিলাম। অদরে একটি টেবিলের উপর হইতে সে একটা রাইটিং-প্যাড এবং পেন্সিল অনিয়া আমার হাতে দিল । আমি প্যাডে লিখিলাম—“আমি কালা ত নই-ই, জন্ম-বোবাও নই। তোমার মোটরের • ধাক্কা খেয়েই আমি বাকশক্তি হারিয়েছি। তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। লিখবো কি ? তুমি উত্তর দাও, আমি সে কথা শুনতে পাব।” লায়লী সবিস্ময়ে বলিল, “কি কথা ?” আমি লিখিলাম, “কাল বিকেলে যখন নবাবসাহেব এসেছিলেন, তাঁর সঙ্গে তোমার পালিকা মা'র অনেক কথাবাত্ত আমি শুনেছি। অামাকে কালা মনে ক’রে তাঁরা অসঙ্কোচে কথাবাত্তণ চালিয়েছিলেন। তাঁদের কথা থেকে আমি বুঝেছি যে, তোমার সম্মুখে মহাবিপদ।” লায়লী বলিল, “অ্যাঁ, বলেন কি ? কি বিপদ ?” লিখিলাম, “তুমি...মহারাজকে জান ?” “হ্যাঁ, জানি জানি। তিনি আমাকে তাঁর রাজ্যে নিয়ে যেতে চান।” লিখিলাম, “তুমি একান্ত অনিচ্ছুক, তা-ও আমি ওঁদেরই মুখে শুনেছি। নবাবসাহেব আর তোমার পালিকা মা, একটা ভয়ানক ষড়যন্ত্র করেছেন। দেশ-ভ্রমণের ছলে, &তামাকে নিয়ে তাঁরা সেই রাজ্যে গিয়ে, তিন লক্ষ টাকায় তোমাকে রাজার নিকট বিক্ৰী করে আসবেন ৷” ' লায়লী বলিয়া উঠিল, “অ্যাঁ, কি সব্বনাশ ! আপনি বলেন কি ? তবে আমার কি হবে ?” লিখিলাম, “তুমি কি এদের আশ্রয় পরিত্যাগ করতে চাও ?” সে বলিল, “নিশ্চয় নিশ্চয়! আমি কখনও সে পোড়ারমুখো রাজার উপরাণী হব না। তার চেয়ে বরং আমি গঙ্গায় ঝাঁপ দেবো।” লিখিলাম, “ইচ্ছা করলে তুমি পালাতে পার।" “কাজেই। আমি যদি বলি, না, আমি তোমাদের সঙ্গে দেশভ্রমণে যাব না, ওরা হয়ত আমায় কিছু খাইয়ে-টাইয়ে অজ্ঞান করে নিয়ে ট্রেণে তুলবে। মায়া-দয়া ত নেই, পেটের মেয়ে ত নই আমি। আমার আসল মা এই কলকাতায় গঙ্গা নাইতে এসে আমায় হারিয়ে ফেলেন।. আমি যাদের হাতে পড়ি, আমায় খবে সন্দেরী দেখে, এই পিয়ারী বাইজী তাদের কাছ থেকে আমায় কিনে নিয়ে পষেছে। আমার এক দিনও এখানে থাকতে ইচ্ছে করে না-এক মহত্তে না। পালাতেই হবে আমায়!- কিন্তু পালিয়ে আমি কোথা যাব, আমায় বলে দিন আপনি । আমায় রক্ষা করন।”—বলিয়া লায়লী কাতরভাবে আমায় দই হাত জড়াইয়া ধরিল। * - আমার তখনই মনে হইল, ইহা ত ভাল নহে!—একজন অনাত্মীয়া মেয়ে নিজনে এমনভাবে আমার হাত জড়াইয়া ধরিবে, সেটা কি উচিত ? আমি হাত ছাড়াইয়া প্যাড়ে -ళ * శా గా గా జా ఇ గా పాశా కాగా శా יין