পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেকসুর খালাস ఫిసిసి আমি উত্তর করিলাম--"ব্যান্ডেল ।” , , ཀྭ་འཛམ་ বলিল, “ব্যাণ্ডেল আর বেশী দরে নহে-চল, আমরা তোমাদের পৌছাইরা l" আমি এক দিকে, সাহেব এক দিকে লায়লীকে ধরিয়া, গাড়ীর নিকট লইয়া গেলাম। মেমসাহেব তাহাকে তুলিয়া লইয়া নিজ পাবে বসাইলেন। আমি সামনের দিকে সাহেবের পাশেব বসিলাম। ব্যান্ডেল টেশনে পেশছিয়া শুনিলাম, দশ মিনিট পরে একখণ্ড্রন আপ ট্রেণ আসিবে। লায়লীকে ওয়েটিং রমে বসাইয়া আমি গিয়া টিকিট কিনিয়া আনিলাম। দ্বিতীয় শ্রেণীর টিকিট কিনিলাম, যাহাতে লায়লী আরামে শ্যইয়া যাইতে পারে। ট্রেণ ছাড়িলে লায়লী বলিল, "দাদা, তুমি এত দিন বোবা সেজেছিলে কেন ?” আমি বলিলাম, "সেজেছিলাম ? তুমি কি মনে কর, আমি ভাগ করতাম ?” “তবে এখন কথা কইছ কি ক'রে ?" বলিলাম, “কি করে তা জানিনে। একটা ধাক্কায় বাকশক্তি হারিয়েছিলাম, আর একটা ধাক্কায় বাক শক্তি ফিরে পেলাম। কি করে পেলাম, তা আমি জানিনে—তা ডাক্তারেরা বলতে পারেন বোধ হয় ।” हा ট্রেণে আমি লায়লীকে বলিলাম, দেখ, তুমি আর লায়লী নও, আজ থেকে তুমি আগেকার হরণকুমারী।” ষ্টেশনে নামিয়া গরর গাড়ী ভাড়া করিলাম। সন্ধ্যার পরে গো-যান আমাদের গ্রামে প্রবেশ করিল। গরর গাড়ী বাড়ীর সদর দরজায় দাঁড় করাইয়া আমি ছটিলাম বশরলাড়ী, বউকে আনিতে। বিশেষ প্রয়োজন জানাইয়া তখনই একবসের তাহাকে সঙ্গে করিয়া বাড়ী লইয়া আসিয়া বলিলাম, "গোরুর গাড়ীতে তোমার ননদ বসে আছে, যাও ওকে নামিয়ে আন ।” "ননদ ?"—বউ ত শানযা আশচয্য হইয়া গেল। আমার সঙ্গে গিয়া লায়লীকে লামাইয়া লইল। ভাড়া দিয়া গরর গাড়ী বিদায় করিলাম । বউ বলিতে লাগিল, “হাঁ গা ? কি হয়েছে বল না ? কে ও ? কোথায় পেলে ওকে ?” আমি বলিলাম, “সে অনেক কথা। রাত্রে শয়ে শয়ে বলবো। এখন কিছু খাবার যোগাড় কর দেখি। সারাদিন অন্নের মুখ দেখিনি।” বউ তাড়াতাড়ি আলভাতে ভাত চড়াইয়া দিল। সারাদিনের পর তৃপ্তিপবেক আহার করিয়া দেহে প্রাণ আসিল । 蠶 ছোট ঘরে হিরণের জন্য বউ শয্যা রচনা করিয়া তাহাকে শয়ন করাইয়া আসিল । গ্রাম ছাড়িবার পর যাহা কিছু ঘটিয়াছিল, সংক্ষেপে সমস্তই তাহাকে বলিলাম। শনিয়া বউ খানিকক্ষণ অবাক হইয়া রহিল। তার পর বলিল, “হ্যাঁ গা, তারা সব বড়লোক, রাজা-উজীর, তোমায় কোনও বিপদে ফেলবে না ত?” বলিলাম, "বিপদ কিসের ? কোনও মন্দ কাজ ত আমি করিনি,—ভাল কাজই করেছি। তার জন্যে বিপদ হবে কেন ? তুমিও যেমন, কি করেই বা তারা আমাদের সন্ধান পাবে I* শেষে বউ বলিল, “কল সকালে পাড়ার লোক যখন হিরণকে দেখে জিজ্ঞাসা করবে এ মেয়েটি কে, তখন কি বলা যাবে?” আমি ভাবিতে লাগিলাম, খ্রিীষ্টল কলেকিনারা পাইলাম না।