পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাপকী বেটী . ፳oዳ DDDDS DD DDB DD DD BBBB BBBBD u DDS BBBD DBB DDD সামনে রাখিয়া প্রস্থান করিল। চিঠিখানি পড়িয়া লাহিড়ী সাহেব ডাকিলেন, “সরষ—ে ও সরয়-শোন!” 鹼學 তাঁহার পত্নী মিসেস লাহিড়ী এই আহবানে বাহির হইয়া আসিয়া বলিলেন, "কেন ?” ༔ཧཱ་མཱ་ཡཱ་ মহেনরি কি চিঠি লিখেছে দেখ।”—বলিয়া লাহিড়ী সাহেব পরখানি পত্নীর হসেত ! সরয পত্ৰখানি পড়িয়া বলিলেন, “তাই ত সরেশবাবরে এমন অবস্থা ? পরশও ত তুমি তাঁকে দেখে এসে বললে, অনেকটা ভাল। তা তুমি কি এখনই বেরতে চাও? ডিনার খেয়ে গেলে হত না ? তৈরী প্রায়। সেখানে গিয়ে কি অবপথা দেখবে, ফিরতে কত রাত হবে, বলা ত যায় না।” লাহিড়ী সাহেব বলিলেন, “না, দেরী করে দরকার নেই। দেখছ না, লিখেছে, এখন-তখন অবস্থা। আমি এখনই যাই, ফিরে এসেই ডিনার খাব। তোমবা বরং খাওয়াদাওয়া সেরে আমার খাবার ঢাকা দিয়ে রেখে দিও। এই বেয়ারা—একঠো ট্যাক্সি বোলাও —জলদি।" “বহুংখা”—বলিয়া বেয়ারা ট্যাক্সি আনিতে গেল। মিসেস লাহিড়ী নিকটস্থ একখান চেয়ারে বসিয়া বলিলেন, “আহা সষমা ছাড়ির আদষ্টটা দেখ একবার বিয়েব পর দুবছর যেতে না যেতেই স্বামী গেল। মা ত আগেই গিযেছিল, বাপও চলল কি যে দশা হবে মেয়েটার কে জানে। আত্মীয়স্বজন কে কে আছে ? বাগবাজারে সষমার মামারা আছে। সরেশ তার শ্বশুরবাড়ীতে থেকেই কলেজে পড়তো কিনা। তাবপব, আমি গেলাম ব্যারিস্টারি পড়তে, সরেশ ল-কলেজ জষেন করলে।” “ওব শ্বশুরবাড়ীতে ?” “শবশরে বাশুড়ী ত আগে থেকেই ছিল না। দেওর ভাসর-টাসব আছে বোধ হয। কিন্তু সে কি এখানে ? মশিদাবাদ জেলায় জঙ্গিপরে গ্রামে। তাদের সংসারে গিযে পড়লে বউকে তারা ফেলতে পারবে না বটে। কিন্তু সৰ্ষমা লেখাপড়া গান বাজনা জানা নব্যতদের মেয়ে, সেখানে পাস করা কি ওর পোষাবে ? বিশেষ তাবা গরীব গহন্থ। ও সেখানে গিয়ে তাদের ঘরও নিকাতে পারবে না, ধানও সিদ্ধ করতে পারবে না।” মিসেস লাহিড়ী বলিলেন, “দেখ, এইগলো কিন্তু বাপ মায়েদের ভারি অন্যায়। মেযেকে যদি কলেজে পড়িয়ে মেমই করে তুললি, তা হলে সেই রকম ঘর বরে তাকে দে— গবীবব ঘবে দিস কেন ?" • “গরীবের ঘরে কি আর সাধে লোকে মেয়ে দেয় ?—টাকার জোর না থাকলে কাজেই দিতে হয়। ওকালতী ব্যবসাতে কোন দিন তেমন সুবিধে ত করতে পারেনি। তবে বাঙ্গালী টাইলে থাকে, খরচপত্র কম, এই যা সবিধে। মইলে অবস্থা ত সরেশেব আমারই মত ! তুমি খাও ভাঁড়ে জল আমি খাই ঘাটে বইত নয় ।” এই সময় ভৃত্য আসিয়া জানাইল ট্যাক্সি আসিয়াছে। লাহিড়ী সাহেব বুেশ-পরিবত্তান না করিয়াই, সেই পায়জামা সটের উপরেই একটা ড্রেসিং গাউন চড়াইয়া বাহির হইয়া পড়িলেন। ট্যাক্সির নিকট গিয়া দেখিলেন, পরবাহক ভূত্য সেখানে দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া বলিলেন, “তুই এখনও রয়েছিস ? আচ্ছা গাড়ীতে ওঠ, ড্রাইভারেব পাশে বোস ।”—বলিয়া নিজেও আরোহণ করিয়া আদেশ দিলেন, “বৌবাজার।" ট্যাক্সি ছটিল। এই সময় লাহিড়ী সাহেবের ঘর গহশখালীর কথা কিঞ্চিৎ বলিয়া রাখি। আজ প্রায় বিশ বছর তিনি ব্যারিস্টারি করিতেছেন। তাঁহার নিজ মুখেই প্রকাশ, তেমন সুবিধা করিয়া উঠিতে পারেন নাই। মাঝে মাঝে রিসিভার কম পান। স্ত্রীফও