পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাপকণী বেটী २२s “সন্ধ্যার পর আসবেন বলে দিয়েছেন।” এই সময় উকিল বন্ধ আসিয়া বলিলেন, “আসন মিটার লাহিড়ী, সরেশবাব জেগেছেন।” লাহিড়ী তাড়াতাড়ি রোগীর গহে ফিরিয়া গেলেন। চেয়ারে বসিয়া বন্ধর একখানি হাত নিজ দই হাতের মধ্যে ধরিয়া বলিলেন, “কেমন আছ ভাই, এখন?” সরেশবাব কোনও উত্তর না করিয়া, ফ্যাল ফ্যাল করিয়া লাহিড়ীর মুখের দিকে চাহিয়া রহিলেন। লাহিড়ী আবার বলিলেন, “কোন কট হচ্চে কি ?” রোগী একটি দীঘনিশ্বাস ফেলিয়া বলিলেন, “কট কই ? হ্যাঁ। গিরীন, ভাই, আমি ত চললাম। একটা বিশেষ কথা—কি একটা কথা ছিল! হাঁ—তই তোমায় ডেকে পাঠিয়েছি।” -- একজন উকিল বন্ধ দড়িাইয়া উঠিয়া অপর সকলকে বলিলেন, “চলন না, আমরা একটা ও ঘরে যাই।” রোগী ধীরে ধীরে একটি শীর্ণ হস্ত তুলিয়া ক্ষীণ স্বরে বলিলেন, “না-না-কেউ যেও না। থাকো ।” উকিলবাব আবার বসিলেন। রোগী তখন কন্যার মুখ পানে চাহিয়া বলিলেন, “জল।" ....या टाकाडरि " असा शङ साचा সাহায্যে পিতাকে পান করাইয়া | জলপান করিয়া, রোগী ধীরে ধীরে বলিতে লাগিলেন, “গিরীন, ভাই, আমার সৃষীকে আমি তোমার জিমায় দিয়ে যেতে চাই। ওর ভার তুমি নিতে পারবে ভাই ?” লাহিড়ী বলিলেন, “নিশ্চয়! ও যেমন তোমার মেয়ে, তেমনি আমারও মেয়ে। আমার ত কোনও সন্তানাদি নেই, আমি ওকে নিজের মেয়ের মতন করেই পালন করবো, তার জন্যে তুমি কিচ্ছ ভেব না ভাই।” - রোগী বলিলেন, “তুমিই নাও। ও যেমন লেখাপড়া শিখছে, তেমনি শিখতে থাকুক। ওর মার পনেরো হাজার টাকা ছিল, সেই টাকাটা ওর জন্যে রেখে যাচ্চি। তাই থেকে ওর খরচপত্র চালিও। একটি ভাল পাত্র দেখে ওর আবার বিয়ে দিও ভাই। ষোল বছর বয়সে বিধবা হয়েছে--পরো দটি বছরও স্বামীর ঘর করতে পায়নি। ওর জীবনের কোনও সাধ আহাদই ত মেটেনি। সেইজন্যেই ওকে আমি তোমার হাতেই দিয়ে যেতে চাই। ওর মামারা বড়লোক হলেও, গেড়িা হিন্দ–তারা ওর বিয়ে দেবে না। ওর ভাসরে দেওররা, তাদের ত কথাই নেই। তুমিই আমার মেয়েটিকে নিয়ে যেও ভাই, —নিয়ে গিয়ে, যাতে-ওর ভাল হয়, যাতে ও সুখে থাকে, তাই কোরো—তা হলে পরলোকে আমি শান্তি পাব।” কথাগুলি শেষ করিয়া, সরেশবাব অত্যন্ত ক্লান্ত হইয়া পড়িলেন এবং হফিাইতে লাগিলেন। একটা সামলাইয়া উঠিলে সৃষমা কহিল, “বাবা, একটা বেদানার রস খাবেন ?” ইঙ্গিতে সরেশবাব সম্মতি জানাইলেন। দই চামচ বেদানার রস পান করিয়া আবার তিনি ঘুমাইয়া পড়িলেন। 蔓 এই সময় সংবাদ আসিল, বাগবাজার হইতে সক্ষমার মামারা আসিয়াছেন। মহেনরিবাব ইহাদের আনিতে তাড়াতাড়ি নামিয়া গেলেন। স্যমার দই মামা ও তিন মামী উপরে উঠিয়া আসিলেন। সিড়িতে উ‘হাদের পদশব্দ পাইয়া, ডাক্তারবাব প্রভৃতিকে লইয়া লাহিড়ী সাহেব পাশববত্তী কক্ষে প্রবেশ করিলেন। কিয়ৎক্ষণ পরে সমমার বড়মামা অবিনাশবাব সেই কক্ষে আসিয়া বলিলেন, “হাঁহে গিরীন, সরেশের এ রকম অসুখটা হয়েছিল, আগে আমাদের খবর দিতে নেই ?”