পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ն8o গল্প-গ্রন্থাবলী “সন্ধ্যার আগেই আসৰে বোধ হয়।” “তাঁর ঘরে বসে আমরা কি অপেক্ষা করতে পারি ?” “নিশ্চয়। তাঁর ঘর বোধ হয় তালাবন্ধ আছে। সিড়ি দিয়ে উঠে দোতলায় ডানহাতি প্রথম ঘরটা আমারণ দয়া করে সেখানে বসে অপেক্ষা করন, আমি সনান সেরে আসছি।” “আচ্ছা থ্যাঙ্কস"-—বলিয়া বাব দুইজন সিড়ি দিয়া উপরে উঠিয়া গেলেন। " যতীন তাড়াতাড়ি স্নান সারিয়া নিজ কক্ষে গিয়া দেখিল, বাবা দুইটি দইখানি চেয়ার দখল করিয়া বসিয়া আছেন। যতীন মাথায় শকে তোয়ালে ঘষিতে ঘষিতে বলিল, “আপনাদের এক এক পেয়ালা চা দিতে পারি কি ?” প্রবীণ বাবটি বলিলেন, “দোকানের চা ? না, থ্যাঙ্কস।” যতীন বলিল, “দোকানের চা নয়। ঐ যে টেভি রয়েছে, আমি নিজে তৈরী করবো।” প্রবীণ ভদ্রলোক সঙ্কুচিত হইয়া বলিলেন, “আবার কাট করবেন আপনি ?" যতীন বলিল, “স্টোভ ত আমার জালতেই হবে। আমি একটা খাব কিনা!" বাবটি বলিলেন, “আচ্ছা, তা হলে—” f যতীন টোভ জালিয়া চায়ের জল চড়াইয়া দিয়া, নিজ তক্তপোষের প্রান্তে আসিয়া বসিল। বাবটি জিজ্ঞাসা করিলেন, “আপনার নাম কি ?” “ঐযতীন্দ্রনাথ চক্লবত্তীর্ণ।” “এখানে পড়াশুনো করেন বকি ?” “আজ্ঞে হ্যাঁ,—সিটি কলেজে বি-এ পড়ি। এবার ফোথ ইয়ার।” “বাড়ী কোথায় আপনার ?” “আজ্ঞে, খলনা জেলায়।” “কোথায় ?” ৯ “মাধবপুর গ্রামে।” একটা থামিয়া যতীন বলিল, “যদি বেয়াদবি না মনে করেন, মশাইয়ের নামটি জানতে পারি কি ?” “আমার নাম শ্ৰীসঞ্জীবচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি কৃষ্ণনগরে দ্বিতীয় মনসেফের পেস্কার। এটি আমার ভাগনে, নাম সন্ধীরকুমার মাখয্যে। ইনি সম্প্রতি ওকালতী পাস করে কৃষ্ণনগরেই প্র্যাকটিস আরম্ভ করেছেন। এ’র পিতার নাম আপনি শনে থাকবেন বোধ হয়, তিনি কৃষ্ণনগরের খবে নামজাদা উকীল, রামজীবন মখেয্যে।” গত কল্যকার আসরে, সংবাদপত্র হইতে পঠিত নামটা যেন রামজীবন বলিয়াই যতীনের মনে হইল। সন্দিগ্ধস্বরে বলিল, “রামজীবন ? রামজীবন ? আচ্ছা, তাঁরই মেয়ে কি এবার ম্যাটরিকে ফাট হয়েছেন ?” সঞ্জাববাব বিনীত হাস্য করিয়া বললেন, “হ্যাঁ-কুন্দমালা—আমার ভাগনী।” যতীনের সব্বাঙ্গা দিয়া একটা রোমাঞ্চ বহিয়া গেল। কি আশ্চৰ্য্য, অতুলবাব কি তবে একটা ছদ্মবেশী যোগী নাকি? মানষের দিব্যদটি সত্যই কি তবে থাকিতে পারে? হিন্দুধৰ্ম্মম কি তবে নিতান্ত বজর কি নয়? সে মনে মনে বলিল, “নাং, সন্ধ্যেআহ্নিকটা ছেড়ে দেওয়া ভাল হয়নি। কাল থেকে ফের সরে করতে হবে ?” যতীন জিজ্ঞাসা করিল, “সরেনের সঙ্গে আপনার কি প্রয়োজন, জানতে পারি কি ?” সঞ্জয়বাব ক্ষণকাল মৌল থাকিয়া, তার পর বলিলেন, “আমরা শুনেছি, সরেনবাব ७शनe अविवाशिङ । डाँब्र निष्ठाG दखrधान द्वनई, निळछट्टै छिनि निरछब्र अछिछाक्क । কোথাও তাঁর বিবাহের সবন্ধ হচ্ছে কি না, তিনি এখন বিবাহ করতে রাজি আছেন কি লা, আপনি বলতে পারের ?”