পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tत्रामझैँ झाष्प्लेच्न sళి BBD DD DDS SBBBS BB D DD DD D DDDDS gD D BB থাকবে ?” “না ন—আমাদের বাড়ীর কাছে কেন ? শেষকালে কি কোনও পলিস হাঙ্গামায় পড়বো ?” * “তবে চল বেটীকে নিয়ে থানিক দরে কোথাও ফেলে রেখে আসা যাক।” “দেশলাইটে জবাল ত, লোকটা কে, দেখি।” uरु दर्शाल ८मणलाई छदालिज । उिनछरनई ठथन दलिग्ना छैठल, “४ कि ! ७ ८श अटक्ष्णপরের পোস্ট মাস্টার ” দেশলাই পড়িয়া গেল। আবার যেমন অধিকার তেমনই অন্ধকার। • তখন তিনজনে ফিস ফিস করিয়া পরামশ চলিতে লাগিল। “এ বেটাই বা এখানে এল কেন ? যে বেটার আসবার কথা সেই বা এল না কেন ?” “সে যা হোক তা হোক—এখন চল একে মহেশপারে পোস্ট আপিসের বারান্দায় শাইয়ে দিয়ে আসা যাক।” তিনজনে তখন বিমলেব অচেতন দেহ বহন করিয়া লইয়া চলিল। পল্লীগ্রামের পথ— বাত্রি বিপ্রহর-রাস্তায় আলো নাই—জনমানবের সঞ্চার নাই। ü 卤 ü শীতে, খোলা বারান্দায় পড়িযা থাকিয়া, ঘণ্টা দুই পরেই বিমলের জ্ঞান ফিরিয়া আসিল । সে সেই অবন্ধ অবস্থায় পড়িয়া পড়িয়া, নানারপে উপায় ফন্দি চিন্তা করিতে লাগিল। ক্ৰমে ভোর হইল। একজন পিয়নকে সেই দিকে আসিতে দেখিয়া, বিমল ক্ষীণকণ্ঠে उाङ्ाटक छाकिठन । পিয়ন আসিয়া বলিল, “বাবা, ব্যাপার কি ?” বিমল চিচি’ করিয়া বলিল, “ডাকাতি রে, ডাকাতি! আগে আমার প্রাণটা বাঁচা।” সে ব্যক্তি ছটিয়া গিয়া অন্যান্য পিয়নকে ডাকিয়া আনিল। সকলে মিলিয়া বিমলের বন্ধনরত্জ খলিয়া দিল। co বিমল বলিল, “আমার বকপকেট থেকে চাবি নে। ডাকঘর খোল, খালে, মেঝের উপব আমায শুইয়ে দিয়ে থানায় খবর দিগে যা।” পিষনেবা তাহাই করিল। বিমল কাংরাইতে কাংরাইত বলিল, “সব পিয়ন যা। দারোগা, প্রথমে তোদেরই জবানবন্দি নেবে কিনা!” তাহারা জিজ্ঞাসা করিল, “কি বলবো হজের ?” “যা জানিস—যা দেখেছিস—সবই বলবি।” পিয়নগণ যখন চলিয়া গেল তখন বেশ ফসর্ণ হইয়াছে। বিমল টলিতে টলিতে উঠিয়া, সরকারী লোহার সিন্দকে খলিল। তাহার মধ্যে নোটে টাকায়"৫৪২ ছিল—সেগুলি সমস্ত বাহিব করিয়া রামালে বধিয়া, বাসায় গিয়া নিজ ট্রাঙ্কে লকোইয়া রাখিয়া আসিয়া, ডাকঘরের মেঝেতে পন্বেবং শুইয়া রহিল। । গীত ৷ দইদিন পরে, কলিকাতার কাগজে কাগজে ছাপা হইল— छौवण प्लाकाङौ टनान्छे आदिम जुम्रै ! О/&