পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

苓4良 গল্প-গ্রন্থাবলী লইয়া আসিয়াছে—এবং তাহার থাকিবার কারণ যে নিছক বন্ধনপ্রীতি, এ কথাও জোর করিয়া বলা চলে না। আসল কথা এই যে, এ বাড়ীর মেয়ে সংশোভনাকে তাহার বড়ই মিস্ট লাগিয়াছে। সান্ত্ৰনা, সভাষিণী প্রায় সারাদিনই রোগীর নিকট থাকে, স্কুমার আসিলে সভাষিণী একটা সংকুচিতা হয়, সানা "মুখ হাড়ি" করে,—সতরাং রোগীর পাশেব বসিয়া থাকার তাহার প্রয়োজনও হয় না এবং উহা প্রীতিকরও নয়। সুতরাং সে প্রায় সারাদিন সুশোভনার আশে-পাশেই থাকে এবং এটাও সে বুঝিতে পারিয়াছে যে, সংশোভনা তাহাতে বিরক্ত ত নয়ই, বরং তাহার উলটা। সশোভনা ও সাম্বনাকে যখনই সে একত্র দেখে, তখনই তাহার মনের কপাস-কটিা সান্দ্রনার প্রতি বিমুখ হইয়া, সাশোভনার প্রতি বেগে ধাবিত হয়। মেয়েরা স্নান করিতে গেলে, স্কুমার আসিয়া বন্ধর শয্যাপাশেব বসে। বন্ধকে সব কথাই সে বলিয়াছে। কবে এবং কি অবস্থায় ইহাদের দু'জনের মন জানাজানি হইয়াছিল, তাহা আমরা ঠিক জানি না; কিন্তু সশোভনার কলেজ খলিবার দুই দিন পবে, অপরাহ্লে বাগানের আমগাছের ছায়ায় লোহার বেঞ্চে বসিয়া দুইজনে এইরুপ কথোপকথন হইতেছিল । সকুমার। পরশ ত তোমার কলেজ খলেছে, তুমি ত চললে ! সুশোভনা। হ্যাঁ, যেতেই ত হবে। ঐ দিন তোমারও ত ছটী ফরোবে ? সকু। হ্যাঁ, আমাকেও যেতে হবে। কিন্তু তার আগে, বাবার কাছে আমি কথাটা পাড়তে চাই, তুমি কি বল ? সশো। আমি আর কি বলবো ? বাবা শনে যে কি বলবেন, তাই ভেবেই আমার গা কাঁপছে। স্কু। আমি অবশ্য তাঁকে বলবো যে আমার সাংসারিক অবস্থার বিষয় সম্পণে জেনে শুনেই তুমি আমাকে গ্রহণ করতে প্রস্তুত হয়েছ। তা হলেও কি তিনি অমত করবেন ? সুশো। কি জানি, হয়ত বলবেন, ও ছেলেমানষে, ও নিজের ভাল-মন্দের কি বোঝে, ওর কথা ধৰ্ত্তব্যই নয়। সকু। তিনি যদি বোঝেন যে, আমাদের এই মিলনে বাধা দিলে দটো বুক ভেঙ্গে যাবে—আমার যাক না হয়, তাতে তাঁর কি আসে যায় ?—তোমার বকেও ভেঙ্গে যাবে— তা হলে কি তিনি মত না দিযে থাকতে পারবেন ? মা যদি বেচে থাকতেন এ সময়, তা হ’লে বোধ হয়, আমাদের এত ভাবতে হত না । সশো। বাবা যে মা'র চেয়ে আমায় কম ভালবাসেন, তা নয়। কিন্তু তব ভয় যে ঘোচে না ! উভয়ে কিছুক্ষণ নীরবে বসিয়া রহিল। তার পর সঙ্কুেমার বলিল, “আচ্ছা, কলকা কি তোমাতে আমাতে দেখা-সাক্ষাৎ সম্পভব হবে না ?” - সুশো। তা কি রকম করে হবে ? সঙ্কুে। বেডিং-এ ত মেয়েদের আত্মীয়-বন্ধরো গিয়ে দেখা করতে পারে, সপ্তাহে একদিন না মাসে একদিন, কি একটা নিয়ম আছে, শুনেছি। সুশো। হ্যাঁ, সে বাপ-মা। অন্য কেউ দেখা করতে চাইলে, বাপের চিঠি চাই। সকু। আচ্ছা, বাবা যদি রাজি হন, তা হলে তিনি কি আমাকে ঐ রকম চিঠি দেবেন মা ? সুশো। কি জানি। কিন্তু বাবা অনুমতি দিলেও, তুমি আমার সঙ্গে দেখা করতে গেলে মহা মকিল হবে যে। t স্কু। কেন ? н সশো। অন্য মেয়েরা সবাই আমায় জিজ্ঞাসা করবে, ও তোর কে ? তুমি যে