পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રૂ.૧o গল্প-গ্রন্থাবলী পাঠাইয়া দিই। অপেক্ষণ পরেই ঝি আসিয়া বলিল, “মা ডাকছেন।” অতঃপরে প্রবেশ করিয়া দেখি, যাহা আশঙ্কা করিয়াছিলাম তাহাই খটিয়াছে। গহিণী, উগ্ৰচণ্ডা-মাত্তি'। তত্ত্ব-সামগ্রী বারাদাময় ছড়ানো—পরে শনিয়াছিলাম, তিনি সেগুলি, লাথাইয়া লাথাইয়া ইতস্ততঃ নিক্ষেপ করিয়াছেন। আমাকে দেখিবামার ঝঙ্কার দিয়া তিনি যে সব কথা বলিলেন, তাহার উল্লেখ করিয়া আর কাজ নাই। ষে লোকটি তত্ত্ব অনিয়াছিল, সে বারান্দার কোণে বসিয়া হাঁটর ভিতর মুখ লুকাইয়া কাঁদিতেছে। গহিণী তাহকে বলিতেছেন, “ওঠ বেটা নচ্ছার পাজি চাষা, তোল এ-সৰ জিনিষ তোর তোরওেগ, ফিরিয়ে নিয়ে যা—এ-সব আমি চাইনে।" আমি গহিণীকে বলিলাম, "ছি ছি কি করছ পাগলামী ?” বলিয়া জিনিষগুলি আমি কুড়াইয়া কুড়াইয়া গছাইয়া রাখতে লাগিলাম। কত কটে কত সাধ্য-সাধনায় তাঁকে ঠান্ডা করিলাম তাহার বিস্তারিত বিবরণে আর প্রয়োজন নাই। জিনিষগুলি তিনি রাখিলেন, কিন্তু ছেলেকে খবশরে-বাড়ী পাঠাইতে কিছুতেই রাজি হইলেন না। অধিকন্তু তাহকে বলিলেন, “খপদার সে বউয়ের কখনও মুখ দেখবি ত মাতৃহত্যের পাতক হবি। এগজামিনটে হয়ে যাক, এবার কোনও ভদ্দর-লোকের মেয়ে এনে তোর বিয়ে দেবো। সে বউ ত্যাগ করলাম আমি।” গহিণীকে বলিলাম, “অনেক পথ হোটে এসেছে, লোকটিকে জল-টল খাবার দাও।” তাহাকে বলিলাম, “তুই বাবা আজ এখানে থেকে বিশ্রাম কর। কাল ভোরে উঠে তখন যাস ।”—বলিয়া আমি বৈঠকখানায় চলিয়া গেলাম। কিয়ৎক্ষণ পরে দেখি, লোকটি বাহির হইয়া আসিতেছে । আমাকে প্রণাম করিয়া বলিল, “বাবা-ঠাকুর, আমি চললাম।” আমি বলিলাম, “এখনি চললি ? খাওয়া-দাওয়া হ’ল না। খাওয়া-দাওয়া করে এখানে ঘুমিয়ে কাল সকালে গেলে হত না ?” সে বলিল, “কাল সকালেই রওয়ানা হব বাবা-ঠাকুর। এ-গাঁয়ে আমার একঘর কুট-ব আছে, তাদের সঙ্গে দেখা-শানো করাও দরকার, রাতটে সেইখানেই থাকবো।“ "সেইখানে থাকবি ? আচ্ছা তা বেশ । বোস তাহলে একট। বেয়াই-মর্শাইকে চিঠি একখানা লিখে দিই। ঐখানে তামাক-টিকে সব আছে, তামাক সাজ ।” গোবন্ধন তামাক সাজিতে বসিল । আমি বেহাইকে পত্র লিখিলাম। লিখিলাম, “আপনার প্রেরিত উপহার দ্রব্যগুলি পাইয়া আমরা সকলে বিশেষ আনন্দিত হইয়াছি। আপনার সাদর আহমানে প্রফুল্ল বাবাজীবনকে এই সঙ্গে পাঠাইতাম, কিন্তু পরীক্ষার আর বেশী বিলব না থাকায়, বাবাজীবন এখন পড়াশনা লইয়া অত্যন্ত ব্যস্ত। এখন সেখানে গেলে ব্যথা কয়েকদিন সময় নষ্ট হইবে। পরীক্ষাটা হইয়া যাক, আপনার জামাই আপনারই রহিল, বাবাজীর এখন যাওয়া হইল না বলিয়া আপনি বা বেয়ান-ঠাকুরাণী যেন দুঃখিত না হন ইহাই আমার প্রাথ’না। বধমাতার জন্য সামান্য কিঞ্চিৎ উপহার যাহা সংগ্রহ করিতে পারিয়াছি, আগামী পঞ্চমীর দিন তাহা পাঠাইব। দোষ ক্রটি মাজনা করিয়া তাহা গ্রহণ করিলে কৃতাৰ্থ হইব।”—ইত্যাদি। পর লেখা শেষ করিয়া, গোবন্ধনকে নিকটে ডাকিয়া তাহার হাতে পত্রখানি দিয়া বলিলাম, “বাবা গোবন্ধন, এই চিঠিখানি বেয়াইকে দিবি। আর, তামার একটি কথা তোকে রাখতে হবে, বাবা!” معر “कि कथा कख"ी-प्रभाई ?" 鱼 “এখানে যা দেখলি শনলি—এই রাগের মাথায় গিন্নী যা বলেছেন করেছেন, সে .