পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামাতা বাবাজী ૨૪૦ ঘগে হইতে অজ পৰ্য্যত, পাপের ফল কি কখনও শুভ হইয়াছে, না হইতে পারে - পরমহমত্তেই মনে হইল, অামার জামাই যদি এই দলে থাকে, তবেই ত সব্বনাশ ! ধরা পড়িলে ফাঁসী ত অনিবাৰ্য্য! কাগজখানা আর বাড়ীর ভিতর লইয়া গেলাম না, বৈঠকখানাতেই লকোইয়া রাখলাম, কি জানি, যদি প্রী-কন্যার চোখে পড়ে। : কুমে জানিতে পারলাম, পই জন হত্যাকারী ধত হইয়াছিল, তাহদের মধ্যে একজন নিজেকে গলি করিয়া আত্মহত্য, করিয়াছে, ক্ষদিরাম বস নামক এক যুবকের বিচারে ফাঁসীর হুকুম হইয়াছে। ইহার কিছুদিন পরেই কাগজে দেখিলাম, কলিকাতার মরারিপকুর বাগানে পলিস এক বোমার কারখানা অবিৎকার বরিয়াছে, বারীন্দ্রকুমার ঘোষ প্রভৃতি কয়েকজন যবেক এই সম্পকে ধন্ত হইয়াছে, ঐ ব্যাপারে দেশব্যাপী খানাতল্লাসী চলিতেছে, আরও কত লোক ধরা পড়িবে।—ঈশ্বর জানেন, আমার জামাইও সেই দলে ছিলেন কি না। দচিন্তায় আমার আহার-নিদ্রা একরপ বন্ধ হইল। খবরের কাগজ খলিয়া প্রথমেই ধাত-ব্যক্তিদের নামের তালিকা পাঠ করি। সে দলে আমার জামাই ছিল, পলিস যদি ইহা জানিতে পারিয়া থাকে, তবে বৈবাহিকের বাড়ী ত তল্লাস হইবে নিশ্চয়, আমার বাড়ীও হইতে পারে। . দগৰ্ণনাম জপ করিয়া দিনের পর দিন কাটিতে লাগিল। ধত ব্যক্তিদের তালিকায় আমার জামাতার নাম দেখিলাম না, আমার বাড়ীও তল্লাস হইল না। তখন কতকটা সবসিত অনুভব করিলাম। • GrA 庵 দ্বিতীয় পক্ষে আমার বিবাহ মৈমনসিংহ জিলায় হইয়াছিল। টাঙ্গাইল মহকুমার অন্তগত গোবিন্দপুর গ্রামে আমার শবশরোলয়। আমার বশর কালীচরণ সরকার মহাশয় সেই গ্রামের একজন সম্পন্ন গহস্থ ছিলেন। তিনি তিন পত্র রাখিয়া পরলোকগমন করেন। জ্যেষ্ঠ পত্র অবিনাশবাব গহে বসিয়া বিষয়সম্পত্তি দেখেন, মধ্যম আশুতোষবাবা মৈমনসিংহ বারের একজন প্রধান উকীল, কনিষ্ঠ হরেন্দ্রবাব জামালপরে মহকুমার ভারপ্রাপ্ত পলিস ইনস্পেক্টর। - আষাঢ় মাসে আমার মধ্যম শ্যালক আশীবাবর নিকট হইতে এক নিমন্ত্রণপত্ৰ পাইলাম —৫ই শ্রাবণ তাঁহার জ্যেষ্ঠা কনার শুভ বিবাহ । বিবাহ-কাৰ্য্য পৈতৃক ভিটায় আসিয়া সম্পন্ন করবেন। সপরিবারে যাইবার জন্য আমাকে বিশেষ অনুরোধ করিয়াছেন। সাত আট বৎসর হইল গৃহিণী পিন্ধালয়ে যান নাই সে কারণেও বটে, সকলেরই মন খারাপ, গোলেমালে আনন্দ-উৎসবে কয়েকদিন মনের ভার কিছু লঘু হইবে সে আশাতেও বটে, এ নিমন্ত্রণ রক্ষা করিতে যাওযাই সিথর করিলাম। আমার জ্যেষ্ঠ পত্র সদানন্দ, বালাকালে একবার মাতুলালয়ে গিয়াছিল, মধ্যম হাব ও কনিষ্ঠ বাদল মামার বাড়ী কখনও দেখে নাই—মামার বাড়ী যাইবার আনন্দে তিনজনেই নতা করিতে লাগিল। যথাদিনে আমরা যাত্রা করিলাম। শবশরোলয়ে পেশছিয়া দেখিলাম, আত্মীয়-স্বজন-কুটবে গহখানি ভরিয়া গিয়াছে। পরদিন বিবাহ হইয়া গেল, তৎপরদিন জামাই-মেয়ে বিদায় করিয়া গহ বিষাদের ছায়ায় ডবিল। g আহারান্তে কনিষ্ঠ শ্যালক হরেন্দবাবার সহিত কথোপকথন করিতেছিলাম। তিনি বলিতে লাগিলেন, তাঁহার এলাকায় স্বদেশী হাঙ্গামা রুমে বাড়িয়াই চলিয়াছে। বলিলেন, “আমাদের হয়েছে 'দাদা, শাঁখের করাত। সবদেশীওয়ালারা মনে করে, পলিস তাদের পরম