পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ) ՕՀ গলপ-গ্রন্থাবলী এরা গেলেন কোথায় ?” ঝি বলিল, “মা ছাদে আছেন, ডেকে দিচ্চি।”—বলিয়া সে দ্রুতপদে সিড়ি দিয়া উঠিয়া গেল। একট পরেই সৃষমা নামিয়া আসিল। প্রবেশ করিয়া হাসিমুখে বলিল, “হ্যাগা, তুমি কখন এলে ? অামি ত তোমার পায়ের শব্দ শনতে পাইনি " অবিনাশ বলিল, “এই ত এসে কলেজের কাপড়-চোপড় ছাড়লাম। তুমি ছাদে বসে কি করছিলে, বউ ?” - সষমা একটা লজ্জিতভাবে বলিল, "তৃতীয় অঙ্কের দ্বিতীয় দশ্যটা রিভাইজ করছিলাম।” “রিভাইজ শেষ হল ?” "একটু বাকি আছে। আর ঘণ্টা-খানেক বসতে পারলেই হয়ে যাবে।" অবিনাশবাব হাসিয়া বলিলেন, “ও তাই বল বউ ; সেই জন্যেই আজ তুমি আমার পায়ের শব্দ শুনতে পাওনি। তুমি ত এখানে ছিলে না—এ ধলো-মাটির পথিবীর বহন উদ্ধেৰ, কল্পনার কপেলোকে বিচরণ করছিলে।” সষমা বলিল, “তুমিই ত ক'দিন থেকে আমায় পীড়াপীড়ি করছ, তৃতীয় অঙ্কের দ্বিতীয় দশ্যটা একটা বদলে ফেল, বদলে ফেল। ছাদে বসে আমি তোমারই হুকুম তামিল করছিলাম, তবে আমায় অত ঠাট্টা কেন ?"—বলিয়া সষমা ঠোঁট ফলাইল। অবিনাশবাব স্নেহমিশ্রিত কৌতুকের সহিত সন্ত্রীর মুখ পানে চাহিয়া বলিলেন, “নিজের বউকে যদি একট: ঠাট্টা করবো না, তবে কার বউকে করবো বল দেখি ?"—বলিয়া বাহ প্রসারণ করিয়া এরপ উদ্যমের সহিত সত্রীর দিকে অগ্রসর হইলেন যে, সৃষমা পিছাইয়া গিয়া নিমনস্বরে বলিল, “আঃ কি কর ? বাইরে ঝি রয়েছে না ! বড়ো হতে চললেন তব সখ মিটলো না। যাও হাত-মুখ ধযে নাও, আমি ততক্ষণ তোমার জলখাবার ঠিক করিগে।”-—বলিয়া সষমা বাহির হইয়া গেল। দশ মিনিট মধ্যে অবিনাশবাব হাত-মুখ ধুইয়া আসিলেন । চেয়ারে বসিয়া পাথরের টেবিলের উপর রক্ষিত জলযোগ বা চা-যোগ করিতে করিতে বলিলেন, “ওগো শনছ বউ আজ একটা নতন খবর আছে।” “কি নতন খবর ?” "ওরা ত ভয়ানক ধরেছে আমাকে।" *ওরা কারা ?” SgB SBBBBBS BBBBBBBS BBBBBBS BBBBBS BBB BBB S অবিনাশবাব যে নামগুলি করিলেন, তাঁহারা সকলেই ইহার সহকমী—বিশ্ববিদ্যালয়ের পোল্ট-গ্রাজয়েট বিভাগের প্রোফেসর। সষমা বলিল, “কি ধরেছেন, খাবেন ?” অবিনাশবাব মদ হাসির সহিত বলিলেন, “না, তোমার নাটক শনবেন।” “অ্যাঁ!”—বলিয়া সষমা নিকটস্থ থাটের উপর বসিয়া পড়িল । অবিনাশবাব বলিলেন, “ও কি, অমন অৎিকে উঠলে যে ? এমন কি বিপদটা হ’ল সষমা বলিল, “আমি নাটক লিখেছি না মাথামন্ড কি একটা ছেলেখেলা করেছি তার ঠিক নেই, ঐ সব মহা-মহা পণ্ডিত লোকদের ডেকে এনে তা শোনাতে হবে —শনে তাঁরা কি ভাববেন বলদিকিন ? ছি ছি ছি! আমার এমন লক্ষজা করছে!” অবিনাশবাব বলিলেন, “ঐ সব মহা-মহা পণ্ডিত লোকেরা তোমার নাটক শনে যদি ছি ছি করবেন, তোমার নাটক তবে আমার এত ভাল লাগলো কি করে ? আমি তা হ'লে একটা মহামখে বল!”—বলিয়া অবিনাশবাব রাগ করিবার ভাণ করলেন।