পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. मदग्न-भा ? ; : * oఇa BBD DDDS BB DBB CBB DD DDD DDDD DDSDD DDD DDD DD DD छजियल ना ? आभ्ष्य" !” সোণার মা'র কথায় জানা গেল যে, খোকার পলাতকা ঝি ইদানীং অপরাহুে, সব দিন খোককে পাকে বেড়াইতে লইয়া বাইত না, গোপনে নিজেদের বঙ্গিততে লইয়া যাইত এবং সেখানে কোনও কোনও দিন খোকাকে মাড়ি, ফলেরি কিনিয়াও খাওয়াইত। জবর হইবার দইদিন পাবেও এরাপ করিয়াছিল। এত দিন এ কথা প্রকাশ করে নাই বলিয়া সোণার মা যথেষ্ট তিরস্কৃত হইল । হাসপাতাল হইতে নাস আসিল। চিকিৎসা ও সেবা শশ্রষা রীতিমতই চলিতে লাগিল। তথাপি রাত্ৰি-দিন খোকার কাছে থাকিবার জন্য একজন ঝির অভাব অনভূত হইল । - পাছে তাহাকেই এই কায্যে নিয়োগ করা হয়, সম্ভবতঃ এই ভয়েই সোণার মা বলিল, “ফলিকে ডেকে পাঠাও না। সে শনলে এখনই ছুটে আসবে।” ডাক্তার-দম্পতিও বিবেচনা করিলেন, ফলি খোকাকে যেরপে ভালবাসিত, এ সংবাদ শুনিলে সে বোধ হয়, না আসিয়া থাকিতে পরিবে না । হইলও তাহাই । জননী ও স্বামীর নিষেধ ও প্রবল বাধা সত্ত্বেও ফলি তাহার পত্রকে * ನ ಗೇ ಪೌ7 ಗೆ “ ಾ ಾ ಜ ಕ o ،. آب و অক্লান্ত সেবা শশ্রষা ও চিকিৎসা সত্ত্বেও খোকা বাঁচিল না। গহে কুন্দনের রোগ উঠিল। বিভাবতী শষ্যা লইলেন, কিন্তু ফলির সে কি কন্না । "ওরে আমার ধন রে, আমার বকের কলজে রে, আমায় ছেড়ে তুই কোথায় চলে গেলি রে?” ইত্যাদি শনিয়া পাষাণও যেন বিগলিত হইতে চাহিল। ከ ፵N5ዝቢ সংকারের এখন কি ব্যবস্থা হয় ? কলপাউণ্ডারবাবকে তাহার আয়োজনে পাঠাইয়া ডাক্তার সাহেব একটা ইজি-চেয়ারে পড়িয়া রহিলেন। তাঁহার গন্ড বহিয়া আশ্র গড়াইতে লাগিল । - বেহারা আসিয়া সংবাদ দিল, পাদ্রী সাহেব আসিয়াছেন। ডাক্তার সাহেব একটা বিরক্ত হইয়াই নীচে নামিয়া গেলেন। ফলি তখনও মাঝে মাঝে "ঈশ্বর দিয়াছিলেন, ঈশ্বরই লইলেন, তজজন্য শোক করা ব্যথা” ইত্যাদি কয়েকটি প্রচলিত সাক্ষ্মনা-বাক্যের পর পাদ্রী সাহেব বলিলেন, “ডাক্তার ভাদুড়ী, আপনার নিকট আমার একটি আবেদন আছে।” - ডাক্তার। কি, বলন। - পাদ্রী। শিশর মতদেহটি আমাকে দান করন, আমি উহা খাদ্টধমের সকল অনুষ্ঠান অনুসারে সমাধিস্থ করিব। ডাক্তার। তাহাতে আপনার লাভ ? জীবিত থাকিলে উহাকে খন্টধর্মে দীক্ষিত করিতে পারিলে আপনার লাভ—অর্থাৎ কৰ্ত্তব্য-কলম পালনের সন্তোষ লাভ হইতে পারিত, ইহা আমি বঝিতে পারি, কিন্তু মতদেহকে খাষ্টীয় প্রথায় সমাধিস্থ করিয়া কি ফল হইবে ? আমি এতদিন উহাকে সন্তানবৎ পালন করিয়াছি, আমি খন্টান নহি, উহাকে থান্টীয় প্রথায় সমাধিস্থ করিতে দিতে আমার আপত্তি আছে। জনক না হইলেও, আমি উহার পিতা।