পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

巴8沙 গল্প-গ্রন্থাবলী কিন্তু শব্দ বন্ধ হইল না। শৈলবালা বলিলেন—“ভূত তোমার ভয়ে মরে কাঠ হয়ে যাবে।” কিছুক্ষণ পরে শব্দ বন্ধ হইল। আমি তখন সগবে বলিলাম—“দেখ ভূত না চোর। এ চোর তাতে কোন সন্দেহ নাই।” 鱷 গহিণী বলিলেন—“হায় হায় সাহেবের সবসবটা চরি করে নিয়ে গেল গো!” আমি বলিলাম—“দেখ, সে বেচার আমাকে বিশ্ববাস করিয়া জিনিষপত্রগুলি রাখিয়া त्काल। अधि बलि छानिन्ना श्रृुनन्ना प्झाङ्गट्क नव फ्रान्त्रि कीव्रश्ना व्ाइँन्ना बाइँर७ झिझे, उठ्व নিতান্ত অধক্ষম হয়। আমি উপরে গিয়া চোর ধরি।” প্রশন হইল—“কেমন করিয়া যাইবে ?” * চোর যেমন করিয়া গিয়াছে। সিড়ির দরজার তালা নিশ্চয় ভাগিয়াছে।” “দয়ার কি আর খলিয়া রাখিয়াছে ? চোর যদি হয়, নিশ্চয়ই ভিতর হইতে বন্ধ করিয়া দিয়াছে।” আমি বলিলাম—“দয়ার ভাঙ্গিয়া প্রবেশ করিব।” গহিণী বলিলেন—সব্বনাশ ! তাহা হইলে কি আর তোমাকে ফিরিয়া পাইব ? বসুকে ছুরি বসাইযা দিবে।” আমি স্বলিলাম—“আমি ভোজালি হাতে করিয়া যাইব ।” গহিণী বলিলেন—“না, সে কখনই হইবে না। চোর নয়—চোর নয়।” আমি বলিলাম—“যদি চোর না হয়, ভূতই হয়, তবে সিড়ির খিডকী দরজায় সাহেবের তালা যেমন তেমনই থাকিবে। দেখিযা আসিতে ক্ষতি কি ?” গহিণী কহিলেন—“এই রাত্রে : কাল সকালে গেলেই ত হইবে।” আমি বলিলাম— যদি চোরই হয়, তবে পলিশ ভাকিতে পারিব। চাকরবাকরকে জাগাইব । সকালে চোর পলাইলে আর কি হইবে ?” শৈলবালা আমাকে তিন সত্য করাইযা লইলেন, যদি চোরই হয়, তালা ভাঙ্গিয়াই থাকে, তবে আমি নিজে উপরে যাইব না। শেষে তাঁহার গা ছাইয়া শপথ করিতে হইল। যাইবার সময়—“আমার মাথা খাবে, আমার মরা মুখ দেখবে” এই দইটা দিব্যও প্রয়োগ করিয়া দিলেন। আমি লন্ঠন লইয়া নীচে গেলাম। সদর দরজা খালিযা রাস্তায় নামিলাম। গলির ভিতর প্রবেশ করিয়া সিডির দরজায় উপস্থিত হইলাম। সাহেবের তালা যেমন তেমনই আছে। তাহাতে মাছিটিও বসিয়া পায়ের দাগ রাখিযা যায় নাই। এ পথ ব্যতীত উপরে যাইবার আর কোনই উপায় নাই। মানুষের ত নাই—ভূতের থাকিতে পারে—কিন্তু, ভূত আমি বিশ্বাস করি না। অনেক ভাবিয়া কিছুই স্থির করিতে পারলাম না। তবে কি মানুষ বেলনযোগে আমার ছাদে অবতীণ হইল ? ইহা ত সভব বলিয়া মনে হষ না। পথিবীতে, অন্ততঃ আমাদের দেশে ত এরপে বৈজ্ঞানিক চোরের আবিভাব হইষাছে বলিয়া বোধ হয় না। যাহা হউক উপরে গিয়া গাঁহিণীকে বলিলাম—“তালা ত ঠিক আছে ।” তিনি নিঃশ্বাস ফেলিয়া বললেন—“আমি ত বলিয়াইছি।" আমার "কোন হায়রে" বলিয়া হকি দেওয়ার পর আধ ঘণ্টা আন্দাজ অতীত হইয়াছে। আবার শব্দ আরম্ভ হইল। আমরা পরপর পরপরের মুখের পানে চাহিলাম। গহিণী বলিলেন—“রাম রাম কলিয়া আজিকার এ কালরাত্রি কাটিয়া যাক-কালই সকালে তুমি অন্য বাড়ী ভাড়া কর, সেইখানে যাই । আমার এ ছেলেপিলের ঘরকন্না, কোথা থেকে হতচ্ছাড়া সাহেবকে আনিয়া জটাইলে, বাড়ীটা ভূতের বাথান হইয়া দাঁড়াইল।” याभि उ नौद्मद । छ्रुठ-(डूऊ ना क्लिश्ना उषाझ झि लिब ?) छ्बन फैश्रट्न्न धवद् ७बन्न করিয়া বেড়াইতে লাগিল। তাহার পর যেন মনে হইল, দুইটা ভূত। একটা এ ঘরের