পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○。 গল্প-গ্রন্থাবলী দিল। তখন দুইজনে শয্যায় শয়ন করিয়া বলাবলি করিতে লাগিল, “যাহা হউক, এই দামী শালের রমালখানা ত আমাদের লাভ হইয়া গেল!” রাত্রি শেষ হইলে হাসান রুটিওয়াল উঠিয়া নিজ পত্রকে ডাক দিয়া বলিল, “মামাদ ! —ওরে মামদে ! ওঠ । আগন জনাল ৷” o তখন পিতাপত্রে বাহির হইয়া আসিল। কাঠ, খড়, শুকনা পাতা প্রভৃতি নানা দাহ্য দ্রব্য চপ্পীর ভিতরে প্রবেশ করাইযা অগ্নি দিল । একটা কুকুর রাটির টুকরো টাকার খাইবার জন্য দোকানের নীচে রাস্তায় সব্বদাই বসিয়া থাকিত। সেই কুকুরটা হঠাৎ বিকট চীৎকার করিতে আরম্ভ করিল। চীৎকার করে আর মধ্যে মধ্যে নাক তুলিয়া যেন কি শুকিতে থাকে। হাসান বলিল, “মামদ! দেখা ত, কুকুরটা অমন করে কেন ?" মামদে একটা কাঠ লইয়া কুকুরকে তাড়াইতে গেল, কিন্তু কুকুরটা এক লম্ফে দোকানে উঠিয়া একটা তুন্দরোয় টান দিল। হাসান ও মামদ মহাক্ৰোধে কুকুরকে মারিতে যাইতেছিল, এমন সময় কুকুরের টানাটানিতে তুন্দরার মুখ খলিয়া গিয়া কাটামুণ্ড বাহির হইয়া পড়িল। তাহা দেখিয়া হাসান বলিল, “আল্লা আল্লা ! এ কোন শয়তানের কার্য ? কি সব্বনাশ ; কে খন করিয়া এ মাথা এখানে রাখিয়া গেল ? কি সৌভাগ্য যে কুকুরটা বঝিতে পারিয়াছিল, নহিলে আমাদের চল্লী অপবিত্র হইয়া যাইত। আল্লা খুব বচিাইয়াছেন। এখন এ মন্ডঢ়া কি করা যায় ? এটাকে এখানে দেখিলে লোকে ত আমাদিগকেই খনী বলিয়া সন্দেহ করবে। শেষে কি ফাঁসি যাইব নাকি ?” মামদে বলিল, “বাবা । এটা ত সরাইতে হইতেছে। এখন প্রভাত হইতে বিলম্ব নাই, কি করা যায় ?” হাসান বলিল, “আমাদের দোকানের পাশে যে কিওর আলি নাপিতের দোকান আছে, সেইখানেই এটাকে রাখিয়া আয়। কিওর আলি এখনি দোকান খালিবে, তাহার এক চক্ষ অন্ধ, সে তোকে দেখিতে পাইবে না। এই বেলা ষা।” ইতিমধ্যে কিওর আলি আসিয়া আপনার দোকান খলিল। তখনও ভাল আলো হয় নাই। মামদে আস্তে আস্তে গিয়া দেখিল, কিওর আলি পাশেবর ঘরে গিয়া জল গরম করিবার বন্দোবস্ত করিতেছে। মামদ তখন একটা বাঁশ মন্ডের গলার ভিতর ঢুকাইয়া, সেটাকে একখানা কুশীব উপর থাডা করিয়া দিল। খানকতক তোয়ালিয়া কুশীর আসে পাশে জড়াইয়া দিল। এইরূপ রাখিয়া মামদে আস্তে আস্তে পলায়ন করিল। জল গরম করিয়া কিওব আলি দোকানে প্রবেশ করিল। একে অন্ধকার, তাহাতে এক চক্ষ নাই, কিওর আলি ভাবিল, কোনও খরিদার মাথা কামাইবার জন্য আসিয়া বসিয়াছে। তাই সে বলিল, “সেলাম আলেকুম ভাই ! আজ যে এত সকালে আসিয়াছ ?” এই বলিয়া আপন মনে একটা টিনের পাত্রে একটা গরম জল ঢালিল, সাবান লইল, ক্ষরখানি চোখাইয়া, খরিন্দারের নিকট আসিয়া, সাবান জল মাখাইবার জন্য মাথাটায় হাত দিল। মাথা তৎক্ষণাৎ কুশী হইতে মেঝেতে পড়িয়া গড়াইতে লাগিল। ইহা দেখিয়া নাপিত ভয়ে এক লফে দোকান হইতে রাস্তায় নামিয়া পড়িল । নামিয়া চারিদিকে চাহিয়া দেখিল, তখনও রাস্তায় কোন লোক চলাচল করিতেছে না। তখন আবার আস্তে আস্তে দোকানে উঠিয়া, মডেটা ভাল করিয়া দেখিতে লাগিল। আপন মনে বলিল, “এ যে দেখিতেছি শধ্যেই মাথা, দেহটা তবে কোথায় গেল?” পরে মণ্ডটাকে সবোধন করিয়া বলিল, “অ্যাঁ! তুই কোথা হইতে আসিলি ? আমাকে ফাঁসাইBB BBD D BDS DDDS DDDD BB DD BBD DDD DB DDBD D BBS DDD SBD DDDD DS BB BBBB DDD DDDDS DDDB BBBB BBB DDDD