পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ○げC) গল্প-গ্রন্থাবলী ইহা দেখিয়া সাঁ-মুরগী বলিল—“আগে নিজের বাসা অন্বেষণ করিয়া দেখ শাবক ཧྥུ་ཧྥུ་ཥ་ ཀ་ཛི་ যদি শাবক থাকে তবে নিরপরাধ ব্যক্তির হত্যাজনিত পাপ কেন মাখায় বে ?” তাহারা বাসায় গিয়া দেখিল—শাবকগণ সখে নিদ্রা যাইতেছে। পিতামাতার আগমনে তাহারা জাগিয়া উঠিল। বলিল—“বাবা, মা, ঐ যে কুণ্ডতীরে মনুষ্যটি শইয়া আছেন, উনিই আজ আমাদের প্রাণ বাঁচাইয়াছেন, এক অজগর সপ অমাদিগকে খাইতে আসিতেছিল, উনিই তাহাকে বধ করিয়া, তাহার মাংস কাটিয়া আমাদিগকে খাওয়াইয়া দিয়াছেন । তাহাই পেট ভরিয়া খাইয়া আমবা সখে নিদ্রা যাইতেছিলাম।” ইহা শনিয়া সাঁ-মোরগ অত্যন্ত আনন্দিত হইয়া রাজকুমারকে জাগাইয়া তহিক অনেক ধন্যবাদ দিতে লাগিল। জিজ্ঞাসা করিল—“মহাশয়, আপনি কে ? আর ॥ক জন্যই বা এ দগম প্রদেশে আগমন করিযাছেন ?" রাজকুমার তখন নিজের আমল বস্তান্ত সমস্তই সাঁ-মোরগকে অবগত করাইলেন। সাঁ-মোরগ বলিল--"আপনি বাকাফ সহরে যাইতে ইচ্ছা করিয়াছেন, কিন্তু সেখনে যাইতে হইলে সমূদ্র সমান সাতটি নদী পার হইতে হইবে। সে নদী পার হওয়া মন । সাধ্যাতীত। আপনি কেমন করিয়া পার হইবেন ?” রাজকুমার বিনয় করিয়া সী-মোরগকে কহিলেন—“আপনি যদি দয়া করেন তবেই পার হইতে পারি।” সাঁ-মোরগ বলিল—“আপনি আজ আমার শাবকগণের প্রাণ রক্ষা করিয়া আমার যেরপে মহদপকার করিয়াছেন, তাহাতে আমি চিরকৃতজ্ঞ থাকিব এবং অবশ্যই আপনার সহায়তা করিব। আপনার কোন চিন্তা নাই। আপনি আমার পাখায় আরোহন করিবেন, আমি সাতটি নদী পার করিয়া আপনাকে বাকাফ সহরে পেশছিয়া দিব।” শনিয়া রাজকুমার সাঁ-মোরগকে অত্যন্ত ধন্যবাদ দিতে লাগিলেন। সাঁ-মোরগ কহিল—“এক কাজ করন। পথে খাইবার জন্য আহার ও পানীয় সংগ্ৰহ করিয়া লউন । এখানে অনেক বন্য গদ্যভ চরিতে আসে। সাত দিনের খোরাক স্বরপে সাতটি বন্য গদাভ মারিয়া তাহদের মাংসে কাবাব প্রস্তুত করিয়া লউন। তাহদের ছালের মশক নিমাণ করিয়া সাত মশক জল ভরিয়া লউন। আমি একদিন সমস্ত দিন উড়িয়া এক একটি নদী পার হইব। তখন ক্ষুধায় ও তৃষ্ণর অত্যন্ত দলবল হইয়া পড়িব। তখন অ মাকে এই মাংস খাইতে দিবো এবং এই জল পান করাইবেন । আপনিও আবশ্যক মত পানাহার করিবেন।” পরদিন রাজকুমার সাতটি বনাগদাভ মারিযা কাবাব প্রস্তুত করিলেন এবং ছালের মশকে জল ভরিয়া লইলেন। তৎপরদিন প্রভাতে সাঁ-মোরগ একদিকের পক্ষে রাজকুমারকে বসাইয়া, অন্য দিকের পক্ষে কাবাব ও জল লইয়া, আকাশমাগে উত্তীয়মান হইল। এইরপে সাতদিনে একটি.একটি করিযা সাতটি নদী পার হইয়া, সাঁ-মোরগ রাজকুমারকে লইয়া বাকাফ নগরে উপনীত হইল। তখন সাঁ-মোরগ বলিল—“এই বাকাফ নগর। এখানে খুব সাবধানে থাকিবে। তুমি আমার যে উপকার করিয়াছ তাহা আমি এ জীবনে ভুলিব না। এই আমার কয়েকটি পালক তোমায় দিতেছি, সাবধানে রাখিয়া দাও। যদি কখনও কোনও বিপদে পতিত হও, একটি পালক জালাইও, তাহা হইলেই আমি আসিয়া উপস্থিত হইব।” এই বলিয়া, নিজের কয়েকটি পালক রাজকুমারকে দিয়া সাঁ-মোরগ বিদায় গ্রহণ করিল।