পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अग्लब भीब्रट्झन সাঁ-মোরগ প্রস্থান করিলে পর বাদশাজাদা অলমাশ বাকাফ নগরের মধ্যে প্রবেশ করিলেন। সারাদিন পথে পথে বেড়াইয়া নগরের শোভা দশন করিলেন। সন্ধ্যাকালে একজন নগরবাসীর সহিত আলাপ পরিচয় হইল, তাহার নাম ফরািখপাল। রাজকুমারের সন্দর মাত্তি ও বিনয়পণ কথাবাৰ্ত্তীয় ফরািখপাল অত্যন্ত সন্তুষ্ট হইয়া তাঁহাকে নিজ গহে অবস্থিতির জন্য নিমন্ত্ৰণ করিল। রাজকুমার আনন্দের সহিত স্বীকৃত হইয়া ফরািখপালের গহে গিয়া তাহার সহিত বসবাস করতে লাগিলেন। ক্লমে রাজকুমারের সহিত ফর,খপালের বন্ধত্ব প্রগাঢ় হইয়া উঠিল। একদিন দুইজনে একত্র বসিয়া মদ্যপান করিতেছিলেন—এমন সময় ফরািখপাল বলিল—“বন্ধ, তুমি এদেশে বি কামনা করিয়া আসিয়াছ তাহা ত আজিও বলিলে না।” রাজকুমার কহিলেন— “বলিলে তুমি কি তাহার সসার করিতে পারবে ?" ফরািখপাল বলিল—“অবশ্যই চেষ্টা কারব। যদি আমার সাধ্য হয়, অবশ্যই তোমার অভিলাষ পণ করিব। ইহা ত বন্ধত্বের কত্তব্য কম।” রাজকুমার আশবান্বিত হইয়া বলিলেন— একটি প্রশ্নের উত্তর জানিবাব জন্য আমি এত বিপদ ও কট স্বীকার করিয়া এদেশে আসিযাছি।" ফরািখপাল বলিল—‘সে প্রশ্নটি কি r" রাজকুমার বলিলেন—“গল বা সনোবর চে কন্দ ?” প্রশন শনিবামাত্র ফরািখপালের মুখ ক্ৰোধে লাল হইয়া গেল। সে সহসা দাঁড়াইয়৷ উঠিযা বলিল--"দ্ব্বত্তে, তুই যদি আমার বন্ধ না হইতেস করে এখনি তোর শিরশেছদ কারতাম।” এই কথা শুনিয়া রাজকুমার অতিশয় ভীত ও আশ্চৰ্য্যান্বিত হইলেন। সে দিন চাপ করিম রাঁহলেন। পরদিন মাদকতা অপসত হইলে ফরািখপাল বলিল-“বন্ধ, গতকল্য হঠাৎ ক্লোধ হওয়ায তোমার সহিত অন্যায় ব্যবহার করিয়াছি। আসল কথা এই যে তোমার প্রশ্নের উত্তর আমি কিছই অবগত নহি। তবে এই পৰ্যন্ত জানি যে, সনোবর আমাদের বাদশাহেব নাম এবং গলে তাঁহার বেগমের নাম। বাদশাহ এই আজ্ঞা প্রচার করিয়া দিযাছেন যে, যদি কোনও বিদেশী আসিযা গলের নাম এবং আমার দশার কথা জিজ্ঞাসা করে, আমাব প্রজারা তৎক্ষণাৎ তাহার শিরশেছদন কবিবে। তুমি যদি এ প্রশ্নের উত্তর জানিতে চাহ, তবে অমাব পবামশ বাদশাহের নিকট চাকরি গ্রহণ কর, ক্ৰমে সযোগ মত প্রশ্নের উত্তব অনুসন্ধান কবিও।” রাজকুমার বলিলেন –“ভাই, বাদশাহের নিকট কেমন করিয়া চাকরিতে ভত্তি হইব ?" ফরািখপাল বলিলেন—“আমি সে বন্দোবস্ত করিয়া দিতে পারি। রাজবাড়ীতে আমার কিঞ্চিৎ আধিপত্য আছে।" 参 পরদিন বাদশাহের নিকট রাজকুমারকে লইয়া গিয়া ফরািখপাল বলিল—“জাঁহাপনা, এই এক ব্যক্তি আপনার গণগ্রাম ও দ্যাশীলতা শ্রবণ করিয়া, আপনার খেজমৎ করিবার অভিলাষী হইয়া অনেক দর হইতে আগমন করিয়াছে।" সনোবর শাহ রাজকুমারের রপ কান্তি দেখিয়া প্রীত হইয়া তাঁহাকে চাকরিতে বাহাল করিয়া লইলেন। ক্রমে তাঁহার উপর অধিকতর প্রীত হইয়া তাঁহাকে নিজ সভাসদ করিয়া মিত্রপথানীয় করিলেন। এইরপে কিছুদিন যায়। রাজকুমারের প্রতি বাদশাহের মিত্রতা ক্ৰমে প্রগাঢ় হইতে লাগিল। একদিন সভামধ্যে তিনি রাজকুমারকে জিজ্ঞাসা করলেন—“বন্ধ, তোমার