পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গলে বেগমের আশচষ্য গলপ ළුළ්ථ অতঃপর কুকুর, কাটামণ্ড ও সেই সন্ত্রীলোককে সেখান হইতে লইয়া যাওয়া হইল। রাজকুমার এসমস্ত ব্যাপার অতি আশ্চৰ্য্যান্বিত হইয়া দেখিতেছিলেন। উহারা চলিয়া গেলে জিজ্ঞাসা করিলেন—“শাহানশাহ-এ কি দেখিলাম ? জীবশ্রেষ্ঠ যে মানষ্যে, তাহাঁকে কেন কুক্কারের উচ্ছিন্ট-খাইতে বাধ্য করিলেন ?” বাদশাহ বলিলেন—“যবেক, যে সীলোক দেখিলে, উহারই নাম গলে। আমারই নাম সনোবর। আমাদের কাহিনী অতি হদয়বিদারক। তুমি কি না শুনিয়া নিবত্ত হইবে না ?” রাজকুমার উত্তর করিলেন—“না প্রভু, না শুনিলে আমার মন শান্ত হইবে না।” তখন বাদশাহ নিজ কাহিনী বলিতে লাগিলেন। নবম পৰিচ্ছেদ হে যবেক, আমি একদিন শিকার করিতে গিয়াছিলাম। একাকী এক বনের মধ্যে প্রবেশ করিয়া অনেকক্ষণ শিকার করিয়া, ক্ষুধায় ও তৃষ্ণায় অস্থির হইয়া পড়িলাম। জল অন্বেষণ করিতে করিতে গভীর জঙ্গল মধ্যে এক কল্প দেখিতে পাইলাম। কোথায় ডোল কোথায় দড়ি পাইব ? ইজারাবন্দকে দড়ি করিয়া, টপীতে বাঁধিয়া জল তুলিবার জন্য চেষ্টা করিলাম। আশ্চয্যেব বিষয় এই যে কাপের মধ্যে গিয়া টপী আটকাইয়া গেল । টানাটানি করি তথাপি উঠে না। তখন মনে করিলাম, কপের মধ্যে কোনও ভূতযোনি আছে, সেই টুপী আটকাইযাছে। তখন চীৎকার করিয়া বলিলাম—“এ কপের মধ্যে কোন মহাত্মন আছে ? আমি তৃষ্ণাতুর পথিক, টপী ছাড়িয়া দাও।” তখন কাপের মধ্য হইতে শব্দ হইল—“হে ঈশ্বরভক্ত, আমরা বহন বর্ষ হইতে এই কপের মধ্যে পড়িয়া আছি। তাম দের উত্তোলন করিযা প্রাণদান কর।” 象 আশচয্য হইয়া, অত্যন্ত বল সহকারে, দড়ি টানিয়া তুলিলাম, দেখিলাম দুইজন বন্ধ অন্ধ সন্ত্রীলোক। উহাদের শরীর শুকাইয়া ধনকের মত হইয়া গিয়াছে। হাত পা কাঠির মত হইয়া গিয়াছে। চক্ষ বসিযা গিয়াছে। দাঁত সমস্ত পড়িয়া গয়াছে। তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম—“তোমরা এ কাপে কেমন করিয়া পড়িয়ছিলে ?” সন্ত্রীলোকগণ কহিল—“হে পথিক, এদেশের বাদশাহ রাগ করিয়া আমাদিগকে অন্ধ করিয়া এই কপে নিক্ষেপ করিযাছিল। এক ঔষধ বলিতেছি, তাহা আনিয়া আমাদের চক্ষে দাও, তাহা হইলে আমরা দটিশক্তি ফিরিয়া পাইব এবং তোমাব পরম উপকাব করিব।” আমি জিজ্ঞাসা করিলাম—“কি ঔষধ ?” তাহারা বলিল—“এখান হইতে অলপ দরে এক নদী আছে। তাহার তীরে নদী হইতে উঠিয়া একটি গর চরিতে আসে। গরম আসিলে তুমি লকোইয়া থাকিও, কারণ তোমায দেখিলে মারিয়া ফেলিবে। সেই গর চরিয়া গেলে তাহাঁর গোবর কিঞ্চিৎ আনিয়া আমাদের চক্ষে প্রলেপ দাও 1" তাহা শনিয়া আমি নদীতীরে গিয়া এক উচ্চ বক্ষে আরোহণ করিয়া লুকাইয়া রহিলাম। কিছুক্ষণ পরে জল হইতে এক প্রকাণ্ড গর; বাহির হইয়া আসিল। তাহার গাত্র রপোর মত শত্র। তাহার শঙ্গে শাণিত ইপাতের ন্যায় চাকচিক্যশালী, গর BBBB DD BBB DBBB BBB DDS DD DDD DDDD DDDD BBBB উঠাইয়া লইলাম। কপের নিকট আসিয়া সেই বন্ধাদের চক্ষে অলপ গোবর প্রলেপ দিবামাত্র তাহারা দটিশক্তি ফিরিয়া পাইল এবং আমাকে বিস্তর আশীব্বাদ করিতে লাগিল । তখন বাধাগণ কহিল—“হে বিদেশি, ইহা পরীদিগের রাজ্য। এখানকার বাদশাহের