পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○げ8 গল্প-গ্রন্থাবলী এক পরম রূপবতী কন্যা আছে। তাহার মথে চলের অপেক্ষাও দটিসুখকর। তাহার চক্ষ দেখিলে দগধ হৃদয় শীতল হয়। তাহার ওষ্ঠ কুন্দের মত লাল, তাহার একটি চমবনে সহস্ৰ দুঃখের শান্তি হয়। তাহার পিতামাতা তাহাকে অত্যন্ত আদর করেন সেই জন্য অদ্যাবধি বিবাহ দেন নাই, আমি তোমাকে সেই কন্যার নিকট লইয়া যাইব । সমস্তদিন সে কন্যা একাকী থাকে। তুমি পরমানন্দে তাহার সহিত মিলনস্খে অতিবাহিত করতে পারিবে। ঈশ্বর না করন, তাহার পিতামাতা যদি তোমাদের মিলনবাত্তা অবগত হয়, তবে তোমাকে জলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করিবে। তুমি তাহাতে কিছুমাত্র ভীত হইও না। অগ্নিকুন্ডের নিকট যখন ভূত্যেরা তোমাকে লইয়া যাইবে তখন বলিও— “আমাকে একটা তেল মাখিতে দাও যাহাতে সহজেই পড়িয়া মরিতে পারি।” তাহারা সন্মত হইবে। তখন তুমি ফ্রকারিয়া বলিও—“কেহ আমাকে একটা তেল মাখাইয়া দিতে পার ? আমরা তখন আসিয়া তোমার আগে এমন তেল লেপন করিব যে, অগ্নি তোমার পক্ষে সশীতল অনভূত হইবে।” এই কথা শুনিয়া, সেই পরীকন্যার সহিত মিলিত হইবার জন্য আমি অধীর হইয়া উঠিলাম। তাহারা আমাকে লইমা পরীর বাদশাহের মহলে লইয়া গেল। সেখানে সেই কন্যা ছাড়া আর কেহই ছিল না। সকলেই দরে বনে চরিতে গিয়াছিল। সেই পরীকন্যাকে দেখিবামাত্র আমি প্রণয়তুষ্ণায় পীড়িত হইতে লাগিলাম। সে একটি রত্নপালঙ্গেক নিদ্রিত ছিল। সেই পালকে মখমলের বালিস ছিল, রেশমের মশারি লাগানো ছিল। মশারি এত সক্ষম সন্তায় নিমিত ছিল যে, তাহার মুখকমল পল্টরপে দেখা যাইতেছিল। আমি সেই পরিপািণ সৌন্দয্যের শোভা অবাক হইয়া ক্ষণকাল দেখিতে লাগিলাম। মনে হইল, যদি পৃথিবীতে সবগ থাকে তবে ইহাই। কিয়ৎক্ষণ পরে বালা জাগরিত হইল। আমাকে দেখিয়া কিঞ্চিৎ ভীত হইল। কেশবেশ সসম্ভবত করিয়া, জিজ্ঞাসা করিল—“তুমি কে ?” আমি কহিলাম—“প্ৰাণেশ্বরি, আমি তোমাব প্রণয়াথী’।” আমি তাহাকে দেখিয়া যেরপে প্রেমবিহবল হইয়াছিলাম, বোধ হয় আমাকে দেখিয়া সেও তদ্রুপ হইল। আমি তখন সাহস করিয়া মশারি তুলিয়া, পালঙ্কে উপবেশন করিলাম। তাহার সহিত উচ্ছসিত স্বরে সমধর প্রেমালাপ করিতে লাগিলাম। সে ষোড়শী সঙ্কুমারীও আমার క్గా బోళా శాఖా శా జాగా శా శా శా శా శా | - দিবা যখন শেষ হইল সেই তরুণী তখন আমাকে একটি সিন্ধকে বন্ধ করিয়া লুকাইয়া রাখিল। পরদিন প্রভাতে তাহার পিতামাতা চরিতে গেলে, আবার আমায় বাহির করিল। আমরা সারাদিন প্রেমসখে অতিবাহিত করিলাম। প্রতিদিন এইরুপ হইতে লাগিল। এইরপে কয়েক মাস কাটিয়া গেল। আমি রাজ্য ভুলিয়া সেই সুখময়ীর প্রেমে মগ্ন রাঁহলাম। একদিন দৈবাৎ দিবাভাগে পরী-বাদশাহ আসিয়া আমাদিগকে ধরিয়া ফেলিল। পরীবাদশাহের বেগম কন্যাকে অনেক ভৎসনা করিলেন। পরী-বাদশাহ ক্ৰোধান্ধ হইয়া ভূত্যগণকে আজ্ঞা করিলেন—“ইহাকে নগরের বাহিরে লইয়া গিয়া অগ্নিকুণ্ডে দগধ কর।” ভৃত্যগণ আমাকে বধিয়া লইয়া পোড়াইতে চলিল। অগ্নিকুণ্ড জলিল। আমি তখন বলিলাম—“তোমরা দয়া করিয়া আমায় একটা তেল মাখিতে দাও, যাহাতে সহজে পড়িয়া মরিতে পারি।” তাহারা সম্মত হইল। তখন উচ্চৈস্বরে বলিলাম—“এমন কেহ আছ আমাকে একটা তেল মাখাইয়া দিতে পার ?” তৎক্ষণাৎ সেই বাদ্ধাবয় আসিয়া আমার অঙ্গে যাদপণে তৈল মদন করিয়া দিল। ইহার পর ভূত্যগণ আমাকে অগ্নিকুণ্ডে DBB DDBS BBDD BBDD DBB DD DDDD BBD BBBB DDDDBS