পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলিনবাবরে পয়লাভ Oළු शिग्ना श्रद्यौब्र निकों राजिटलन। uजनि बजिल, “मण भिनिर्छ भ८था जानिव बजिन्ना ८भरण —প্রায় এক ঘণ্টা কাটিল, ছিলে কোথায় ?” মেজর সাহেব সংক্ষেপে উত্তর করিলেন, “এক বন্ধর সঙ্গে কথা কহিতেছিলামু।” 11 fromo u মহেন্দু সেই নিজন ময়দানের ভিতর উদ্ধৰ বাসে ছটিতে ছয়টিতে যখন দেখিল, বন্দকের শব্দ বন্ধ হইয়াছে, তখন দাঁড়াইয়া পশ্চাৎ ফিরিয়া চাহিল। এতক্ষণে সে গ্লাস রাইড রাস্তা পার হইয়া, প্রায় ধোবীতালাওয়ের নিকট পেপছিয়ছিল। , অন্ধকারে তীক্ষাদটি প্রেরণ করিয়া দাঁড়াইয়া রহিল, কিন্তু পশ্চাদ্ধাবনকারী সাহেবের আর কোনও চিহ্ন দেখিতে পাইল না। তখন সে দতপদে অগ্রসর হইল। ক্ৰমে লোয়ার সাকুলার রোডে আসিয়া পড়িয়া, একখানা চলতি ঠিকাগাড়ী খালি পাইয়া, তাহা ভাড়া করিল। “জানানীಇ ಾ ಾಗೇ * * * *ನಾ* * ಆಗೇ। l সমস্ত রাত্রি অনিদ্রায় কাটাইয়া, ভোরে উঠিয়া, মহেন্দু ধতি গামছা আর তাহার মতা পত্নীর চিঠির বাণ্ডিলটি লইয়া গঙ্গাস্নান করিতে গেল। জলে নামিয়া প্রথমে বাণ্ডিলটি গঙ্গাগভে ছড়িয়া ফেলিয়া দিল। তার পর সমান করিয়া বাসায় ফিরিয়া আসিল । আফিসের সাহেবের নামে কমত্যাগপত্র লিখিয়া উহা ডাকে দিয়া, নিজ জিনিষপত্র বাঁথিতে লাগিল। আহারান্তে, বাসায় পাওনাগণ্ডা মিটাইয়া দিয়া, জিনিষপত্রসহ স্টেশনে গিষা ট্রেণে উঠিল এবং সন্ধ্যার মধ্যেই বাড়ী পেশছিয়া জননীকে প্রণাম করিল। মা বলিলেন, “কি বাবা, ছটি নিয়ে এলি ?” • না মা-চাকরী ছেড়ে দিয়ে এলাম। পরের এন্তাজারি আর পোষাল না।” অমন চাকরীটা ছাড়িয়া আসতে মা বড় দুঃখ করিতে লাগিলেন। মেমসাহেবেব সেই হাজার টাকায়, চাষের জমি কিছর বাড়াইয়া হাল-গর কিনিয়া মহেন্দ্র চাষবাস আরম্ভ করিয়া দিল এবং পরের মাসেই নিকটস্থ গ্রামের একটি সন্দেরী “ডাগব” মেয়ে দেখিয়া বিবাহ করিয়া ফেলিল। বৎসর দুই পরে মহেন্দু তাহাদের গ্রামের লাইব্রেরীতে একখানি ইংরাজী সংবাদপত্রে মেজর গ্রীণের নাম ছাপা দেখিয়া কৌতুহলী হইয়া খবরটা পড়িল। ইহা বিলাতী সংবাদপত্র হইতে উদ্ধত। ভারতীয় সেনাবিভাগের মেজর গ্রীণ এক বৎসরের ফালে লইয়া, লন্ডনে বাস করিতেছিলেন; তিনি লন্ডনের আদালতে মোকদ্দমা করিয়া, বিবি এলসি গ্রীণের সহিত তাঁহার বিবাহবন্ধন ছেদন করিয়াছেন এবং কো-রেপডেন্ট, লয়েডস ব্যাঙ্কের কর্মচারী টাণার নামক কোনও যবেকের বিরদ্ধে হাজার পাউণ্ড খেসারতের ডিক্ৰী পাইয়াছেন। পলিনবাবরে পত্ৰলাভ ॥ প্রথম পরিচ্ছেদ ॥ বয়স যখন ১৫ বৎসর মাত্র, সেই সময়েই একটি ১০ বৎসর বযস্কা বালিকার সঙ্গে তাঁহার বিবাহ হয়। এখন তাঁহার বয়স ৩o এবং পত্নী সশীলাসুন্দরীর రిyరి இ