পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8S8 গল্প-গ্রন্থাবলী বলিলেন, “বীরবল, এত বড় পন্থা তোমার ! তোমার মুখ আমি আর দেখিতে চাহি না! তুমি দর হও। তোমার ধনসম্পত্তি রাজসরকারে বাজেয়াপ্ত হইল। ২৪ ঘণ্টা মধ্যে তুমি রাজধানী পরিত্যাগ করবে,—ইহাই তোমার দণ্ড।” - “যো হকুম জাঁহাপনা—বলিয়া কুনিশ করিয়া বীরবল প্রস্থান করিলেন। n द्विे ॥ বীরবল নিৰ্বাসিত। তাঁহার রাজ্য, ধনসম্পত্তি, সমস্তই বাদশাহের আদেশে বাজেয়াপ্ত। দিনের পর দিন কাটিতে লাগিল। ক্ৰমে বাদশাহের রাগ পড়িয়া আসিল। তখন তাঁহার মনে অনুশোচনা উপস্থিত হইল। “আহা, কেন তাহাকে তাড়াইলাম ? বড় ভাল লোক ছিল—যেমন রসিক, তেমনি বন্ধিমান। বড় আনন্দেই তাহার সহিত কাল কাটাইতাম। কেন তাহাকে তাড়াইলাম ?” বাদশাহ প্রতিদিনই বীরবলের অভাব অনুভব করিতে লাগিলেন। তাঁহাকে খুজিয়া বাহির করিবার জন্য দেশে দেশে গুপ্তচব পাঠাইলেন--সন্ধান পাইলে নিজে গিয়া তাঁহার মান ভাঙ্গাইয়া তাঁহাকে ফিরাইয়া আনিবেন। দই মাস গেল, চারি মাস গেল, ছয় মাস গেল, কিন্তু বীরবলের কোন সন্ধানই নাই। অবশেষে বাদশাহ সিথর করিলেন, একটা কৌশল করিয়া দেখিবেন । হুকুম দিলেন, অামার অধীনে যত বড় বড় সামন্তরাজ আছে, তাহাদের একটা তালিকা প্রস্তুত কর।” —তালিকা প্রস্তুত হইল, ৫০ জন সামন্তরাজের নাম লিখিত হইয়াছে। অতঃপর বাদশাহ হুকুম দিলেন, “৫০টা মেড়া খরিদ করিয়া আন ।” মেড়া খরিদ হইল। তখন নিম্নলিখিত পরোয়ানা সহিত, ঐ ৫০ জন সামন্তরাজের প্রত্যেকের নিকট এক একটা মেড়া পাঠাইয়া দেওয়া হইল। পরোয়ানা “আকবর বাদশাহ এতদ্বারা তোমার প্রতি হুকুম করিতেছেন, রাজকর্মচারীর সহিত প্রেরিত মেড়াটি এক মাসকাল তুমি প্রতিপালন করবে। ইহাকে প্রত্যহ চারি সের পরিমাণ উৎকৃষ্ট দানা খাইতে দিবে। যে রাজকর্মচারী ইহা লইয়া যাইতেছে, সে নিজ তত্ত্বাবধানে মেড়াকে দানা খাওয়াইবে। একমাস পরে মেড়টি রাজধানীতে ফেরৎ পাঠাইবে, কিন্তু সাবধান, বত্তমানে ইহার দেহের ওজন যাহা আছে, ঠিক সেইরাপ থাকা চাই। যদি এক তোলা পরিমাণও ওজন ইহার বধি পায়, তবে তোমার লক্ষ টাকা জরিমানা হইবে । প্রকাশ্য দরবারে এই মেড়ার ওজন করা হইল ...মণ ...সের ...পেয়া ...ছটাক ...কাঁচা "ি —অথাৎ, যে মেড়া যে রাজ্যকে পাঠানো হইতেছে,—সেটার কত ওজন, তাহা সেই রাজার নামীয় পরোয়ানায় লিখিত হইল। এই মেড়া ও পরোয়ানা পাইয়া, রাজ্যে রাজ্যে মহা আতঙ্ক উপস্থিত হইল। সকলে বলিতে লাগিল, প্রত্যহ চারি সের উৎকৃষ্ট দানা খাইয়াও মেড়ার ওজন বাড়িবে না, ইহা ত’ অসম্ভব কথা ! কেহ কেহ বলিল, “ইহা কেবল টাকা আদায়ের ফন্দি, আর কিছ নয়। তার চেয়ে খোলাখুলি পরোয়ানা দিলেই হইত, এক লক্ষ টাকা আমায় পাঠাইয়া দাও।” n ङिन ॥ বীরবল রাজধানী হইতে নিববাসিত হইয়া, যে সামন্ত রাজার সীমানার মধ্যে ছদ্মবেশে ও ছদ্মনামে বাস করিতেছিলেন, সেই রাজার নিকটও রাজকর্মচারীসহ একটি মেড়া ও পরোযানা গৈয়া পেপছিল। সে রাজা কিছু অমিতব্যয়ী ছিলেন, ঋণগ্রস্ত হইয়া পড়িয়া